আমাদের কথা খুঁজে নিন

   

মহানায়িকার শেষ ইচ্ছা

মহানায়িকা সুচিত্রা সেন চলে গেছেন চিরতরে। তার চিরবিদায়ের ক্ষত এখনো দগদগে বাঙালির রোমান্টিসিজম মনে। এরই মধ্যে মহানায়িকার শেষ ইচ্ছার কথা জানা গেল। কিন্তু ইচ্ছাটি পূরণ হয়নি। সম্প্রতি রাইমা জানিয়েছেন, সুচিত্রা সেনের শেষ ইচ্ছা ছিল নাতনি রাইমার বিয়েটা দেখে যাওয়ার।

সুচিত্রা সেনের সঙ্গে রাইমার চেহারার অদ্ভুত সাদৃশ্য রয়েছে। শুধু তা-ই নয়, নানির সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রাইমার। দুজন বন্ধুর মতোই মিশেছেন একে অন্যের সঙ্গে। সুচিত্রা সেনের শেষ ইচ্ছার কথা জানাতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাইমা বলেন, 'আমার বিয়েটা দেখে যাওয়ার খুব ইচ্ছা ছিল তার। এটাই ছিল তার শেষ ইচ্ছা।

আমিও চেয়েছিলাম তার ইচ্ছাটা যেন পূরণ হয়। হলো না। '

সুচিত্রা সেনের মৃত্যুতে মুষড়ে পড়েছেন তার মেয়ে মুনমুন সেন। রাইমা জানিয়েছেন, তিনি ও তার বোন রিয়া সেনের নিজস্ব জগৎ থাকলেও তাদের মা মুনমুন সেনের পুরো জগৎটাই ছিল সুচিত্রা সেনকে ঘিরে। সুচিত্রা সেনের অভাব মুনমুন সেনই সবচেয়ে বেশি অনুভব করবেন বলেও জানান রাইমা।

সুচিত্রা সেনের কোলে ছোট্ট রাইমা

এ প্রসঙ্গে রাইমার ভাষ্য, 'আমি সত্যিই জানি না, আমার নানিকে ছাড়া আমার মা এখন কী করবে! কারণ তাদের দুজনের পুরো জগৎই ছিল একে অন্যকে ঘিরে। তারা সব সময় একসঙ্গে থাকত। আমার মায়ের কাছে তার মা-ই ছিল সবকিছু। '

সুচিত্রা সেনের শেষ দিনগুলোর কথা স্মরণ করে রাইমা আরও বলেন, 'আমরা কেউই ভাবিনি তিনি এত দ্রুত আমাদের ছেড়ে চলে যাবেন। কারণ মৃত্যুর খুব কাছাকাছি এসেও তার শারীরিক অবস্থা তত বেশি খারাপ ছিল না।

হাসপাতালের বিছানায় শুয়ে তিনি আমাদের সঙ্গে গল্পগুজব করতেন। তার অনুপস্থিতিতে বাড়ির কী অবস্থা, তার খোঁজখবর নিতেন। ঘরের রান্না করা খাবার তার জন্য আমরা হাসপাতালে নিয়ে যেতাম। সতর্কতার সঙ্গে তিনি সেগুলো খেতেন। হাসপাতালের খাবারও খেতেন তিনি।

'

সুচিত্রা সেনের শেষ ইচ্ছা পূরণ করতে রাইমা কবে বিয়ে করে থিতু হন, সেটাই এখন দেখার বিষয়।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।