আমাদের কথা খুঁজে নিন

   

সোনারগাঁও থানার ওসি ক্লোজড

সোনারগাঁওয়ে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংঘর্ষের পর পুলিশের উপর হামলা, অস্ত্র লুটের ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে থানার ওসি আতিকুর রহমানকে ক্লোজড (প্রত্যাহার) করে নেওয়া হয়েছে।

এছাড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ওসি আতিকুরকে ক্লোজড করার বিষয়টি স্বীকার করেছেন।

সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেহপুর গ্রামে ৪১ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির সহ সভাপতি বিল্লাল হোসেনের সঙ্গে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের মধ্যে বিরোধ রয়েছে।

এ নিয়ে উভয় পক্ষ একে অন্যের বিরুদ্ধে ৮টি মামলা করেছে।

গতকাল রাতে দুই গ্রুপের সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন বিল্লাল হোসেনের লোকজন পুলিশের উপর হামলা চালিয়ে ৪পুলিশকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে এবং পুলিশের একটি শর্টগান ও একটি ওয়ারলেস সেট লুটে নেয়।

আজ সকালে ওয়াকিটকিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ওসির দায়িত্বে অবহেলার অভিযোগ এনে তাকে ক্লোজড করা হয়। এদিকে পুলিশের একটি সূত্র জানান, ফতেহপুর গ্রামে বিল্লাল হোসেন ও আনোয়ার হোসেনের মধ্যে জমি নিয়ে যে বিরোধ সেটা নিয়েও বাণিজ্য করেছে ওসি আতিকুর রহমান।

দুই পক্ষ মামলা করায় উভয় গ্রুপ থেকেই সুবিধা নেয় আতিকুর রহমান। এছাড়া এর আগে পুলিশের নির্যাতনে শামীমের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী সাবিকুন নাহার তুহিনকে মামলা তুলে নিতেও চাপ দেয় ওসি  আতিক।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।