আমাদের কথা খুঁজে নিন

   

যুবলীগ কর্মীর বাড়িতে জুয়ার আসর, পুলিশ জেনেও চুপ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নতুন থানা পাগলা। এই থানার মাত্র ৫ কিলোমিটার দূরে উস্থি ইউনিয়নের শেউলি গ্রামে প্রকাশ্যে চলছে আন্ত:জেলা জুয়ার আসর।

ওই গ্রামে ইউনিয়ন যুবলীগের কর্মী রুহিতুল ইসলামের বাড়িতে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত প্রকাশ্যে জুয়ার আসরে গফরগাঁও ছাড়াও কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও গাজীপুর জেলা থেকে শত-শত জুয়াড়িয়া এখানে লাখ লাখ টাকার ওয়ানটেন খেলায় অংশ নিলেও রহস্যজনক কারণে নবগঠিত পাগলা থানার পুলিশ একবারেই চুপ।

খোদ উস্থি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম তুতা আজ জুয়া বন্ধের বিষয়ে নিজেকে ব্যর্থ হিসেবে উল্লেখ করে ক্ষোভের সঙ্গে বলেন, কয়েকবার জানালেও থানা পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

এমনকি জুয়ার আসর পরিচালনাকারী যুবলীগ কর্মী রুহিত দম্ভের সঙ্গে মুঠোফোনে গতকাল বলেন, 'বিশটি পত্রিকায় সংবাদ লিখলেও তাঁর জুয়ার আসর চলবেই। কারণ হিসেবে তিনি জানান, পুলিশ মাসোহারা নয়, সপ্তাহে যথষ্টে পরিমাণ টাকা নিচ্ছে'।

পাগলা থানার ওসি মো: কামাল হোসেন জানান, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন।

জানা যায়, গত বছরের শেষ দিকে ময়মনসিংহ জেলায় উপস্থিত হয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মো: নুরজ্জামান পিপিএম তাঁর বক্তব্যে এ জেলার কয়েকটি স্থানে জুয়ার আসর বন্ধের জন্য পুলিশকে কঠোর নির্দেশ প্রদান করেন। তবুও নতুন পাগলা থানার কাছে এরকম প্রকাশ্যে জুয়ার আসরের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.