বাংলাদেশ অ্যাসেসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ২৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে আগ্রহীদের রেজিস্ট্রেশন করারা জন্য আহ্বান জানায়।
চতুর্থবারের মতো বেসিস এ প্রতিযোগিতার আয়োজন করেছে। এ বছর বিভিন্ন ক্যাটেগরিতে ১০০টি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। প্রতিটি জেলা থেকে নির্বাচিত একজন করে সফল আইটি উদ্যোক্তা এ পুরষ্কার পাবেন।
৬টি ভিন্ন ভিন্ন বিভাগে ৩ জন করে সর্বমোট ১৮ জনকে ব্যক্তিগত ক্যাটেগরিতে পুরষ্কৃত করা হবে।
বিভাগগুলো হলো ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এসইও ও অনলাইন মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, অনলাইন ব্লগিং, মোবাইল অ্যাপ্লিকেশন।
৩ জনকে নারী ক্যাটাগরিতে পুরষ্কৃত করা হবে এবং প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে ১৫টি কোম্পানিকে আউটসোর্সিং খাতে বিশেষ অবদানের জন্য বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্র্ড দেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
বেসিস সভাপতি শামীম আহসান বলেন, “সফল তরুণ উদ্যোক্তাদের অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে তরুণদের আউটসোর্সিং পেশায় আগ্রহী করে তোলা সম্ভব হবে। ” জুরি বোর্ডের চেয়ারম্যান এ কে এম ফাহিম মাশরুর বলেন, “অ্যাওয়ার্ড প্রদানের ক্ষেত্রে রপ্তানীর পরিমাণ, কর্মসংস্থান ও উদ্যোক্তাদের সামাজিক ভূমিকাকে প্রাধান্য দেয়া হবে। ”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি শামীম আহসান, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৪ এর আহবায়ক ও বেসিসের কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ, জুরি বোর্ডের চেয়ারম্যান এবং বেসিসের সাবেক সভাপতি ও বর্তমান কার্যকরী বোর্ডের পরিচালক এ কে এম ফাহিম মাশরুর, সহ-সভাপতি উত্তম কুমার পল ও যুগ্ম সাধারণ সম্পাদক এম রাশেদুল হাসান।
১৪ ফেব্রুয়ারির মধ্যে বেসিস ওয়েবসাইটে (www.outsourcingaward.basis.org.bd) রেজিস্ট্র্রেশনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।