নোয়াখালীর সোনাইমুড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘর ভাংচুর লুটপাট করা হয়।
আজ সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার নদোনা ইউনিয়নের হাটগাঁও গ্রামের সবুজদের পারিবারিক বিষয়কে কেন্দ্র করে সকালে পাশ্ববর্তি পাচবাড়িয়া গ্রামবাসাীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের তাত্ক্ষনিক নাম পরিচয় পাওয়া যায়নি।
সংঘর্ষ চলাকালে বাংলাবাজারের হাটগাও গ্রামের নুর ইসলাম মেম্বারের মুদি দোকান, সুজনের মোবাইল দোকান, সবুজের ওয়ার্কসফ ও তাহের স্টোর এবং পাচবাড়িয়া গ্রামের আবদুল লতিফের মুদি দোকানসহ বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়। এ ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সোনাইমুড়ী থানার ওসি আবদুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ টনাস্থলে রয়েছে।
পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে বলেও তিনি জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।