আমাদের কথা খুঁজে নিন

   

সোনাইমুড়ীতে যুবলীগের হামলা, ২ চিকিৎসক লাঞ্ছিত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ শনিবার সকাল ১০টায়  যুবলীগের  কর্মীরা হামলা ও ভাঙচুর করেন। এ সময় তারা ২ জন চিকিৎসককে লাঞ্ছিত করে। সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা গেছে, উপজেলার বজরা গ্রামের রকু মেম্বারের ছেলে স্থানীয় যুবলীগ নেতা আরমান হোসেন বৃহস্পতিবার উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশের রাবার বুলেটে আক্রান্ত হন। আজ সকাল ১০টায় তিনি সোনাইমুড়ী উপজেলা কমপ্লেক্সে রাবার বুলেট খোলার জন্য আসেন।

কর্তব্যরত চিকিৎসক তার শরীরে রাবার বুলেট নেই বলে জানালে এ নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আরমান ক্ষিপ্ত হয়ে চলে যায়।

কিছুক্ষণ পর তার নেতৃত্বে ১০/১২ জন যুবলীগের নেতাকর্মী  হাসপাতালে এসে মেডিকেল অফিসার ডা. শামিম রেজা ও মেডিকেল অফিসার ডা. ইকবালকে লাঞ্ছিত করেন। তারা হাসপাতালের জানালা ভাঙচুর করে এবং দরজায় লাথি মারে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এলে তারা চলে যায়।

সোনাইমুড়ী উপজেলা স্থাস্থ্য ও পরিবার

পরিকল্পনা কর্মকর্তা ডা. সামছুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়ে গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।