আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ার সূচকে নিম্নমুখী প্রবণতা

সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকে নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। লেনদেনের দুই ঘন্টায় দর কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। আর টাকার পরিমাণে লেনদেনও রয়েছে কিছুটা শ্লথ গতিতে। দুপুর সাড়ে বারোটায় ডিএসইতে সূচক কমেছে ১৪ পয়েন্ট আর লেনদেন হয়েছে ২৭৯ কোটি টাকা। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের পতনে শুরু হয়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘন্টায় ব্রড ইনডেক্স ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭৪৩ পয়েন্টে। এ সময় মোট ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১০৮টি, কমেছে ১৪০টি আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৭৯ কোটি ৮০ লাখ টাকার।

দুপুর বারোটায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৩১৭ পয়েন্টে।

এ সময় মোট ২০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১২১টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের। মোট লেনদেন হয়েছে ২২ কোটি ২০ লাখ টাকার।

গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিল ৫৫ পয়েন্ট।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.