আমি কিন্তু মোটেও পাতি মাস্তান না চিন্তা করতেছি এই ২০১২ সামু তে আর একটা পোস্ট দিব কিন্তু কি বিষয়ে দিব ভেবে পাচ্ছি না ।ফেসবুকেই ছিলাম বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছিলাম এ সময় দেখি বড় ভাই তার পেজের সহকারি এডমিন দিয়েছে আমি তো মহাখুশী কিছুখন পর মেসেজে বলতেছে ঐ পেজের এডমিন তো দিলাম ফ্যান যদি না বাড়াতে পারস তাইলে এডমিন প্যানেল থেকে বাদ দেওয়া হইব তোর কথাটা মনে রাখিশ আমি কইলাম ওকে দেখি গুলিস্থানে হকার হতে পারি কি না ।আপনেদের যাদের ফেসবুকে একউন্ট আছে তার একটু এই পেজটাই গিয়ে দেখে আসুনকোন প্রকার ১৮+ পেজ না আর ভাল লাগলে অব্যশয় লাইক দিয়ে আসবেন ভুলে গেছি স্বপ্ন দেখা, শুধু ভুলিনি তোমায় সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।