সবকিছু ঠিকঠাক চললে বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই রাজ্যের ইংরেজি নাম 'ওয়েস্ট বেঙ্গল' বদলে 'পশ্চিমবঙ্গ' হয়ে যাবে। ইংরেজিসহ সব ভাষাতেই তখন রাজ্যের নাম 'পশ্চিমবঙ্গ' লেখা হবে। রাজ্য সরকারের দাবি অনুযায়ী কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে সম্মতি দিতে প্রস্তুত। নবান্ন থেকে নাম বদল নিয়ে আর একটি চিঠি গেলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আড়াই বছর আগে পাঠানো প্রস্তাবটি সংসদে পেশ করার জন্য সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে। আগামী মাসের মাঝামাঝি নাগাদ সংসদের বাজেট অধিবেশন বসবে।
ওই অধিবেশনে ওয়েস্ট বেঙ্গল (অলটারেশন অব নেম) আইন, ২০১৪ প্রণয়নের জন্য বিল পেশ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারপর রাষ্ট্রপতির সম্মতি নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে কেন্দ্র।
এর আগে ২০০০ সালে 'ক্যালকাটা' নামটি সরকারিভাবে তুলে দেওয়া হয়। তার আগে বোম্বে হয়েছে মুম্বাই, মাদ্রাজ হয়েছে চেন্নাই এবং ব্যাঙ্গালোরের নাম বদলে রাখা হয়েছে বেঙ্গালুরু। উত্তরপ্রদেশ ভেঙে তৈরি উত্তরাঞ্চলের নাম বদলে হয় উত্তরাখণ্ড।
পণ্ডিচেরি হয়েছে পুদুচেরি। উড়িষ্যা হয়েছে ওডিশা।
এখন নামের বর্ণানুক্রম অনুযায়ী রাজ্যগুলির তালিকায় পশ্চিমবঙ্গ আছে সবচেয়ে শেষে অর্থাৎ ২৮তম স্থানে। ইংরেজিতে সে নাম পশ্চিমবঙ্গ (PASCHIMBANGA) হয়ে গেলে রাজ্যের স্থান হবে ২১তম। ২০১১ সালের ৩ সেপ্টেম্বর বিধানসভায় রাজ্যের নাম সব ভাষাতেই পশ্চিমবঙ্গ রাখার প্রস্তাব গৃহীত হয়।
ওই মাসেই কেন্দ্রীয় সরকার উড়িষ্যার নাম বদলে ওডিশা করার জন্য বিজ্ঞপ্তি জারি করে। বিধানসভায় প্রস্তাব আনার আগে মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডাকেন। সেখানে 'বঙ্গ', 'বঙ্গভূমি', 'বাংলা', 'বঙ্গপ্রদেশ' ইত্যাদি একাধিক নাম নিয়ে আলোচিত হয়। শেষ পর্যন্ত ঠিক হয় বাংলা নামের কোনও পরিবর্তন হবে না। বাদ দেওয়া হবে ইংরেজি নাম 'ওয়েস্ট বেঙ্গল'।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।