ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা
Image Credit: David Kingham/DavidKinghamPhotography
আগামী বছর ২০১৩ সালে যেসকল মহাজাগতিক ঘটনা আপনার চোখ এড়িয়ে যেতে দিতে চাইবেন না আপনি।
১. ২১ জানুয়ারি চাঁদ ও বৃহস্পতি গ্রহ সবচেয়ে কাছাকাছি দেখা যাবে। এই সময়ে আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতিকে দেখা যাবে চাঁদের সামান্য দক্ষিণ দিকে।
২. ফেব্রুয়ারীর ২ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত শুক্র গ্রহকে উজ্জ্বল দেখা যাবে পশ্চিমাকাশে সূর্যাস্তের পরপরই। ফেব্রুয়ারির ৮ তারিখ শুক্রগ্রহের পাশেই দেখা যাবে অনুজ্জ্বল মঙ্গলগ্রহ।
৩. মার্চের ১০ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত দেখা যাবে PANSTARRS ধুমকেতুকে। এই ধূমকেতুটি আবিষ্কৃত হয় ২০১১ সালের জুন মাসে। এই সময়ে ধূমকেতুটি সূর্যের ৪৫ মিলিয়ন কিলোমিটার এবং পৃথিবী ১৬৪ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করবে।
৪. ২৫ এপ্রিল সঙ্ঘটিত হবে আংশিক চন্দ্রগ্রহণ। দেখা যাবে ইউরোপ , আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং এশিয়া মহাদেশ থেকে।
৫. ৯ই মে দক্ষিণ গোলার্ধে সঙ্ঘটিত হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। সবচেয়ে ভাল দেখা যাবে উত্তর অস্ট্রেলিয়া , পাপুয়া নিউগিনি এবং সলোমন দ্বীপপুঞ্জ থেকে।
৬. ২৪ মে থেকে ৩০ মে পর্যন্ত সূর্যাস্তের পরপরই পশ্চিম উত্তর-পশ্চিমাকাশে একসাথে দেখা যাবে বুধ, শুক্র এবং বৃহস্পতিকে। তবে সবচেয়ে উজ্জ্বল থাকবে শুক্র ও বৃহস্পতি।
৭. ২৩ জুন সঙ্ঘটিত পূর্ণিমায় চাঁদকে দেখা যাবে বছরের সবচেয়ে স্থুলাকার।
এই দিন চাঁদ থাকবে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী অবস্থানে। চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব দাঁড়াবে ৩,৫৬,৯৯১ কিলোমিটার।
৮. আগস্টের ১২ তারিখ Perseid উল্কাবৃস্টি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে।
৯. শিকারি পূর্নিমা (Hunters' Moon) ঢেকে যাবে পৃথিবীর ছায়ায়। ১৮ অক্টোবর সঙ্ঘটিত হবে আংশিক চন্দ্রগ্রহণ।
দেখা যাবে এশিয়া, ইউরোপ , আফ্রিকা থেকে । সামান্য সময়ের জন্য দেখা যাবে উত্তর আমেরিকার দেশগুলি থেকে।
১০. ৩রা নভেম্বর অঞ্চল অনুযায়ী দেখা যাবে বলয় ও পুর্ণগ্রাস সূর্যগ্রহণ। দেখা যাবে উত্তর আমারিকার উপকূলীয় দেশসমূহ এবং আফ্রিকার গ্যাবন, কঙ্গো, উগান্ডা, সোমালিয়া , ইথিওপিয়া , সোমালিয়া এবং কেনিয়া থেকে।
১১. মধ্য নভেম্বর থেকে পুরো ডিসেম্বর জুড়ে দেখা যাবে প্রতীক্ষিত ISON ধুমকেতুকে।
ধূমকেতুটি ২৮ নভেম্বর সূর্যের সবচেয়ে কাছাকাছি চলে আসবে। এর উজ্জ্বলতায় হার মানবে পূর্ণিমার চাঁদও। রাত এমনকি দিনেও দেখা যাবে এই ধুমকেতু।
১২. ডিসেম্বর জুড়ে পশ্চিমাকাশে উজ্জ্বল দেখা যাবে শুক্রগ্রহকে। ২০১৪ সালের শুরুর দিকেই শুক্রকে দেখা দেবে শেষ রাতের পূর্বাকাশে ।
শুক্র পুনরায় পশ্চিমাকাশে উজ্জ্বল হিসেবে দেখা যাবে ২০২১ সালে।
১৩. ডিসেম্বরের ১৩ ও ১৪ তারিখ সঙ্ঘটিত Geminid উল্কাঝড় সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপী নিউ ইয়ার।
তথ্যসুত্রঃ ইন্টারনেট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।