আমাদের কথা খুঁজে নিন

   

গুগলের নতুন ক্রয় ‘ডিপমাইন্ড’

তবে ঠিক কী কারণে প্রতিষ্ঠানটিকে কেনা হয়েছে সে বিষয়ে এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, গুগল যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ডিপমাইন্ডকে কেনার ব্যাপারটি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি।

অন্যদিকে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক এ প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে লেখা আছে, তাদের লক্ষ্য হচ্ছে যন্ত্রের সবচেয়ে সর্বোত্তম পদ্ধতির সঙ্গে নিউরোসায়েন্সকে সমন্বিত করে সাধারণের ব্যবহারের লক্ষ্যে অ্যালগোরিদম শেখার শক্তিশালী পন্থা তৈরি করা। তবে ডিপমাইন্ড প্রধানত কী করে তা খুব কম মানুষই জানে এমনটাই বলা হয়েছে ম্যাশএবলের প্রতিবেদনে।

এর আগেও গুগল রোবোটিকস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট কাজ করে এমন কিছু প্রতিষ্ঠান কিনেছে। এগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে ডিএনএন রিসার্চ, ওয়াভি এবং বস্টন ডায়নামিক।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।