আমাদের কথা খুঁজে নিন

   

গৌরনদীতে প্রকাশ্যে কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে ফল

বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন হাট-বাজার ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে পাকানো ফলে সয়লাব। মানবদেহের জন্য মারাত্দক ক্ষতিকারক রাসায়নিক পদার্থ দিয়ে আগে গোপনে ফল পাকানো হলেও এখন সে কাজ চলছে প্রকাশ্যে।

এলাকাবাসীর অভিযোগ, হাট-বাজারে দেদার বিক্রি হচ্ছে রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো ফল। শুধু হাট-বাজারেই নয়, বাড়ি বাড়ি ঘুরেও এসব ফল বিক্রি করা হয়। গৌরনদী স্বাস্থ্য কমপেঙ্রে (আশোকাঠী) সামনে রয়েছে ৮/১০টি কলার আড়ত।

ওইসব আড়তে কলা পাকানোর জন্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থ প্রকাশ্যে সপ্রে করা হয়। উপজেলার বাটাজোড়, টরকী, মাহিলাড়া, সরিকলসহ বিভিন্ন হাট-বাজারে সারা বছর বিক্রি করা হয় এসব কলা। এ ছাড়া মৌসুমের শুরুতে আম, কাঁঠাল, আনারস পাকাতে বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করেন অসাধু ব্যবসায়ীরা। চিকিৎসকদের ভাষ্য মতে, রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো ফল কিডনী, লিভার, পাকস্থলীর ক্যান্সারের মতো নানান জটিল রোগ সৃষ্টি করে। আর এসব রোগে বেশি আক্রান্ত হয় শিশুরা।

গৌরনদী থানার ওসি বলেন, রাসায়নিক পদার্থ দিয়ে ফল পাকানোর বিষয়টির সত্যতা রয়েছে। এর বিরুদ্ধে কিছুদিন পর পর অভিযান চালানো হয়। পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতার মাধ্যমে কেমিক্যাল দিয়ে ফল পাকানো রোধ করা সম্ভব। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শীঘ্রই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কেমিক্যাল দিয়ে ফল পাকানো রোধে ব্যবস্থা নেওয়া হবে।

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।