আমাদের কথা খুঁজে নিন

   

সিসিকে প্রেসিডেন্ট দেখতে চায় মিসরের সেনাবাহিনী

মিসরের সর্বোচ্চ সামরিক কাউন্সিল দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আবদুল ফাত্তাহ আল-সিসিকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি অনুমোদন করেছে। দেশটির 'দ্য সুপ্রিম কাউন্সিল অব দি আর্মড ফোর্সেস' (এসসিএএফ) জানিয়েছে, জনগণের মুক্ত পছন্দকে সিসির অবশ্যই মান্য করা উচিত। দেশটির নিরাপত্তা বাহিনী সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে জানানো হয়েছে, কয়েক দিনের মধ্যেই সিসি সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ করে প্রেসিডেন্ট পদে তার প্রার্থিতা ঘোষণা করবেন। সাবেক একনায়ক হোসনি মোবারকের পতনের পর দেশটিতে অনুষ্ঠিত প্রথম গণতান্ত্রিক নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মুহাম্মদ মুরসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু সরকার গঠনের এক বছরের মধ্যেই প্রবল বিক্ষোভের মুখে সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করে।

গত বছরের জুলাইয়ে সংঘটিত ওই সেনা অভ্যুত্থানে নেতৃত্ব দেন সিসি। চলতি বছর এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, ব্যাপক জনপ্রিয়তা এবং সম্ভাব্য শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনে সিসিই জয়ী হবেন। শনিবার কায়রোয় লাখো মানুষ প্রেসিডেন্ট হিসেবে সিসির প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়ে সমাবেশ করে। 'জনগণের চাওয়া'র ওপরই প্রেসিডেন্ট পদে প্রার্থিতা নির্ভর করবে-সিসির এমন ঘোষণার পরই এ বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

একই সময় মুরসির পুনর্বহালের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ৫০ জনের মৃত্যু হয়। এর আগে মিসরে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আদলি মনসুর পার্লামেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট নির্বাচনের ডাক দেন। সেনা-সমর্থিত সরকারের গণতন্ত্রের রোডম্যাপ অনুযায়ী আগে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা থাকলেও এ ঘোষণার ফলে তা আর হচ্ছে না। বিবিসি, এএফপি।

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।