আমাদের কথা খুঁজে নিন

   

আইসিসিতে সর্বেসর্বা হচ্ছে ভারত

দুবাইয়ে মঙ্গলবার আইসিসির ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলা সভায় এ নিয়ে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে বাক-বিতণ্ডার পর তা ভোটে না উঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। আগামী মাসে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের তৈরি করা এই খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে সঙ্গে নিয়ে আইসিসির পুরো নিয়ন্ত্রণ নেয়ার জন্য ভারতীয় বোর্ড বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার খোলনলচে পাল্টে ফেলার প্রস্তাব আনার পর থেকেই এ নিয়ে প্রবল সমালোচনা হচ্ছে।

খসড়া প্রস্তাবে সবচেয়ে বড় পরিবর্তন এই দুই স্তরের টেস্ট ফরম্যাট থেকে সরে আসা। এ ছাড়া প্রভাবশালী ওই তিন দেশের প্রায় সব সুপারিশের বিষয়ে সব দেশ একমত হয়েছে বলে আইসিসি দাবি করেছে।

আর এর মাধ্যমে ভারতের নেতৃত্বে থাকা এই জোটই আইসিসিতে সর্বেসর্বা হতে যাচ্ছে।

মঙ্গলবারের সভার আগে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই), ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের পরিকল্পনায় সম্মতি দিতে আইসিসির অন্য পূর্ণ সদস্যদেশগুলোকে চাপ দেয়। এতে কাজও হয়ে সভায় খসড়া প্রস্তাবের অনেক কিছুই দেশগুলো মেনে নেয়।

আইসিসির সদস্য দেশগুলোর বোর্ডের প্রধানকে নিয়ে গড়া এক্সিকিউটিভ বোর্ড আর বিভিন্ন কমিটিকে নিয়ন্ত্রণের জন্য এক্সিকিউটিভ কমিটি (এক্সকো) নামে চার সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দেয়া হয়েছিল। বলা হয়েছিল, এর স্থায়ী সদস্য হবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

আর বাকি সাতটি দেশগুলোর থেকে আসবে এর চতুর্থ সদস্য। পরে নতুন খসড়া প্রস্তাবে চারটির জায়গায় এক্সকোতে পাঁচ সদস্য রাখার কথা বলা হলে সবাই তাতে রাজি হয়।

আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসি-র প্রথম চেয়ারম্যানের গদি পাবে ভারত। সে হিসেবে এস শ্রীনিবাসনের এই পদে বসা সুনিশ্চিত। আগামী জুন মাসেই তিনি ভারতের আরো নিয়ন্ত্রণে চলে যাওয়া আইসিসি বোর্ডের সর্বক্ষমতাসম্পন্ন চেয়ারম্যান হিসেবে বসছেন।

অন্য দু'টি গুরূত্বপূর্ণ কমিটি এক্সকো এবং ফিনান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির (এফঅ্যান্ডসিএ) প্রধান হিসেবে প্রথমে থাকছে 'মোড়লিপনায়' ভারতের দুই সহযোগী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রতিনিধি। আইসিসির বিজ্ঞপ্তির ভাষ্যমতে এটাও নাকি সভায় সবাই মেনে নিয়েছে।

তিন দেশের এই পরিবর্তিত প্রস্তাব পাশ হলেও বিশ্ব ক্রিকেটে ক্ষমতার দু’টি স্তর তৈরি হবে। আইসিসিতে সব সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা চলে যাবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও বিশেষ করে ভারতের হাতে। এরপরেও সভায় আইসিসিতে ভারতের আরো নেতৃত্বস্থানীয় ভূমিকায় উঠে আসার বিষয়ে সবাই একমত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

সভায় অংশ নেয়া একটি দেশের বোর্ড কমকর্তা জানিয়েছেন, আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে যেভাবে সব সুপারিশের ব্যাপারে ঢালাওভাবে সবার ‘একমত’ হওয়ার বলা হয়েছে, আদতে বিষয়টি সেভাবে হয়নি। বরং অনেকেই বলেছে, তারা নিজেদের বোর্ডে এ নিয়ে আলোচনা করবে।

তবে আইসিসির নির্বাহী পর্ষদের প্রথম দিনের সভা শেষ হয়েছে সিঙ্গাপুরে আগামী ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত সমাধানের রাস্তা খোলা রেখেই।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।