আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা

গতবছর, মার্চের একসন্ধ্যায় কবি অসীম সাহা বললেন, 'শোনো, বঙ্গবন্ধুকে নিয়ে তোমার কোনো কবিতা লেখা আছে?' বললাম, 'না, কেন?' অসীম দা বললেন, 'তথ্য মন্ত্রণালয়ের ক্রোড়পত্রের জন্য চেয়েছে, ছাপা হবে ১৭ মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিন। ' আসলে এর আগে কোনো ব্যক্তিবিশেষ্যকে নিয়ে কবিতা বলতে একমাত্র চে'কে নিয়ে একটি কবিতা লিখেছিলাম, তা আসলে কবিতা নয়। চে'গুয়েভারার ইমেজ বেইজ করে নির্মিত একটি কিউবান ছবি দেখার অভিজ্ঞান লিখন বড়জোর। বন্ধু পারভেজ চৌধুরীর চাপে সেটা লেখা। এবার ভাবলাম,বঙ্গবন্ধুকে নিয়ে গুণ দা'র চেয়ে ভালো কবিতা তো লিখতে পারব না, তাই সহজ অনুভবের গদ্যে একটা সম্পাদকীয় লিখব।

সেই সম্পাদকীয়ই আমার 'মহাকাব্যের ট্র্যাজেডি। ' লিখে, অসীম দা'কে দিলাম, ১৭ মার্চ দেশের বাংলা-ইংরেজি ১০২ দৈনিকে ছাপা হলো ট্র্যাজেডি। কপাল ভালোই। স্বয়ং নির্মলেন্দু গুণ সতেজ প্রশংসা করলেন। আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহ 'মহাকাব্যের ট্র্যাজেডি' পড়লেন পাবলিক লাইবেরি অডিটোরিয়ামে, তার অ্যালবামে দিলেন এবং কোনো এক চ্যানেলে কবিতাটি লাইভ আবৃত্তি করলেন।

সেটি দেখে গায়িকা নবনীতা চৌধুরী আপ্লুত-শুভেচ্ছা জানালেন। কবি কামাল চৌধুরীর সঙ্গে কথা হলো ফোনে, কামাল ভাই শোনালেন তার লেখা কবিতা '১০ জানুয়ারি'' (বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস)। পরদিন বাংলা একাডেমী থেকে তরুণ কবি পিয়াস মজিদের ফোন, পিয়াস বলল, 'ডিজি স্যার আপনারে খুঁজতেছেন। ' ফোনেই কথা হলো শামসুজ্জামান খানের সঙ্গে, জামান ভাই বললেন, 'একটা আলাদা মাত্রা দিয়েছ...কাল টিভিতে আহকাম উল্লার আবৃত্তি দেখেই তোমাকে খুঁজছি কথাটা বলার জন্য। ' আমার মা-বাবা থাকেন ঝিনাইদহে।

দিনেরাতে ফোনেই কথা হয়। মা'র সঙ্গে সেদিন এরকম কথা হয় যে, 'তোর এই কবিতাটা পড়ে বুজা গেল, ভালো হইছে, অন্যগুলো পড়ে বুজা যায় না। ' আসলে এই মতামতটা হচ্ছে আমার বাবার। একটা প্রচ্ছন্ন দূরত্বহেতু, কথাটা আমার মা'কে দিয়ে বলিয়ে দেওয়া, জীবনে প্রথমবারের মতো 'পিতৃকমেন্টস'। আরো কেউ কেউ আবৃত্তি করবার জন্য অনুমতি চেয়েছেন, বলেছি, 'করতে পারেন।

' আজ ফেসবুকে, বরিশাল বিএম কলেজের ছা্ত্র আহমেদ রেজা ইনবক্সে লিখেছেন-- sir, valo achen???? aaj apnr Mohakabber Tragedy kobita ti abritti kore divisional Champion hyechi.... Erpr nationally o korbo...Osadharon ekti kobita.... Onk dhonnobad sir eto sundr ekti kobita likhbar jonno..Doa korben........ মর্ম থেকে ধন্যবাদ জানাই সবারে... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.