আমাদের কথা খুঁজে নিন

   

ইয়াম্মি সিরিজ : ১৮-আখতারুজ্জামান আজাদ



বলতে পারো, ডুডজ?
কোন্ ফ্যামিলির বাচ্চা এরা? খায় কোথাকার ফুডজ?

প্রে করে না, গড মানে না, মানে না রিলিজিয়ন;
জাহান্নামে এদের সাথে থাকবে সানি লিয়ন!
ভয় করে না হারামিগুলা জাহান্নামের শাস্তিকে,
কান্ট্রিটা ভইরা গ্যাশে শাহাবাগি নাস্তিকে!
ড্যাড বলেশে, মম বলেশে, বলশে বাসার টিচার --
শাহাবাগি শেইমলেসদের গড করবে বিচার!

গ্যালারিতে বসছি নিয়ে পপকর্ন আর কফি;
গডের কাশে প্রে করেশি -- বাঁচেন যেন শফি!
প্রমিজ আমার পাতলা জামার, প্রমিজ সাজুগুজুর --
যা বলেশেন, ঠিক বলেশেন তেঁতুল শফি হুজুর!
না মানলে তেরো দফা করশি আমি থ্রেট --
সবগুলারে করব রিমুভ, ফাকিং হিপোক্রেট!

শফি হুজুর চাইশেটা কী -- ক্যান্ বোঝো না ক্যান্?
পর্দা করে চললে তুমি প্রবলেম কী, ম্যান?
খারাপ কিশু কইশে শফি? কইশে কিশু রং?
শাহাবাগে পর্দাছাড়া কইরা বেড়াও ঢং!

বলশি আমার মমের কথা; লিসেন টু মি, ডিয়ার --
পর্দা করেই পার্টিতে যায়, খায় সে বারে বিয়ার!
বলশি এবার ড্যাডের কথা; টেলিং ট্রু, ইয়েস --
পর্দা করেই শোয়ান তিনি তার অফিসের পিএস!
আমার যেটা কারেন্ট বিএফ এবং যারা এক্স,
কারো সাথে হয়নি আমার পর্দাছাড়া সেক্স!

Copyright Akhtaruzzaman Azad

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।