আমাদের কথা খুঁজে নিন

   

দেব চুলে ফিতার ফুল

সন্ধ্যা হলেই একসময় ফিতা আর তেলের বাটি নিয়ে বসে যেতেন বাড়ির মেয়েরা। ফিতার বাঁধনে নানা কায়দায় চলত চুলের সাজ।
একালেও ফিতা দিয়ে চুল বাঁধতে পারেন। হাল আমলের টপ, কুর্তার সঙ্গেও দিব্যি মানিয়ে যাবে ফিতায় বাঁধা চুলের সাজ।

ফিতার ব্যান্ড
ফিতা দিয়ে বেণি বা খোঁপাই করতে হবে এমন কোনো কথা নেই।

ছোট চুলও সাজাতে পারেন বাহারি ফিতা দিয়ে। সে ক্ষেত্রে প্রথমে সামনের চুলকে একপাশে করে আঁচড়ে নিন। এরপর পেছনের চুলগুলোকে রোলার দিয়ে কোঁকড়া করে নিতে হবে। এরপর পার্শ্ব সিঁথির পাশে ফিতা দিয়ে দিয়ে ফুল বানাতে পারেন। তবে ব্যান্ডের মতো ফিতাটাকে ঘাড়ের পেছন থেকে চুলের নিচ দিয়ে সামনে আনতে হবে।

তারপর ইচ্ছেমতো বেঁধে নিন।

বেণিতে ফিতার বাঁধন
লম্বা চুলে প্রথমে পার্শ্ব সিঁথি করে নিতে হবে। এরপর সামনের কিছু চুল নিয়ে শুরু করতে হবে খেজুর বেণির গাঁথুনি। যা শেষ হবে একেবারে চুলের আগায় গিয়ে। চিকন ফিতা দিয়ে সাজানো এই খেজুর বেণি এক পাশে থাকবে।

এ ধরনের বেণিতে একই রঙের দুই শেড বা বিপরীত (কনট্রাস্ট) রঙের ফিতা ব্যবহার করতে পারেন।

চিকন বেণিতে ফিতা
সামনের কিছু চুল দুই ভাগ করে নিতে হবে। এরপর চিকন ফিতা দিয়ে দুই দিকে বেণি করে নিন। পেছনে হাত খোঁপা করে তার মধ্যে আটকে দিন ফিতার বেণি। চাইলে এক রঙের ফিতা দিয়ে পনিটেলও করতে পারেন।



খোঁপায় ফিতা
প্রথমে সামনের চুলটাকে হালকা ফুলিয়ে নিন। আর বাকি চুলগুলোকে উঁচু করে বেঁধে খোঁপার মতো করে নিন। এখন ফিতা দিয়ে খোঁপার চারপাশ পেঁচিয়ে একপাশে ফুলের মতো করে বো করে নিন।

ফিতার ফুল
সামনের চুল একটু ফুলিয়ে প্রথমে একটি পনিটেল করে নিন। এরপর পনিটেলের গোড়ায় দুই রঙের ফিতা দিয়ে ফুল করা যেতে পারে।

চুল লম্বা হলে পুরো পনিটেলটাই ফিতা দিয়ে সাজাতে পারেন। নির্দিষ্ট দূরত্ব পর পর ফিতা দিয়ে পেঁচিয়ে নিলে ভালো দেখাবে। চুলের গোড়ার মতো আগাতেই ফিতার দিয়ে ফুল করতে পারেন। চুলের এই সাজে ঘাড়ে আরামবোধ করবেন। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।