আমাদের কথা খুঁজে নিন

   

আ.লীগ নেতা হত্যা মামলার আসামি ‘ক্রসফায়ারে’ নিহত

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এএসপি অশোক কুমার পাল জানান, বুধবার রাত পৌনে ২টার দিকে শহরের হোসেনপুর মোল্লাবাড়ি সংলগ্ন যমুনা নদীর বালুর বাধ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি শটগান, দুটি চাপাতি, দুটি ছুরি, চারটি ককটেল ও চার জোড়া স্যান্ডেল উদ্ধার করার কথা জানিয়েছে র‌্যাব।

নিহত বাবলু মিয়া (২৭) সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ববাওইতারা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। তিনি সাইফুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।

সদর থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলামকে (৪০) গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।



এএসপি অশোক জানান, ৭/৮জন দুস্কৃতকারী বালুর বাধ এলাকায় নাশকতার প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে র‌্যাবের তিনটি দল ওই এলাকা ঘিরে ফেলে। বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবের দিকে গুলি শুরু করে। র‌্যাবও পাল্টা জবাব দিলে গোলাগুলির মধ্যে একজন নিহত হয়।

পরে লাশ উদ্ধার করে বাবলুকে সনাক্ত করা হয় বলে এই র‌্যাব কর্মকর্তা জানান।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পরির্দশক নাসির উদ্দিন জানান, বাবলু আওয়ামী লীগ নেতা সাইফুল হত্যা মামলার প্রধান আসামি জবান আলীর অন্যতম সহযোগী হিসাবে পরিচিত।

তার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর ও বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানায় ছিনতাই ও ডাকাতির অভিযোগে আরও তিনটি মামলা রয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.