চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের মুসা মিয়ার ইটভাটায় চাঁদবাজদের গুলিতে সুজন মৃধা (৩৫) নামের এক ভাটা শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
এরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার ভুলু মন্ডলের ছেলে আব্দুল লতিফকে (৩২), ঈশ্বরদীর শাহপুরের মইনউদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৩২), রহমতের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), মজের আলীর ছেলে রবিউল হক (২৫) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের সোহরাব আলীর ছেলে গোলাপ আলী (৪৫)। এদের মধ্যে গুলিবদ্ধি আব্দুল লতিফকে কুষ্টিয়া হাসপাতালে চিকিতৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, বুধবার রাত ২টার দিকে একদল চাঁদাবাজ সন্ত্রাসী কুমারী গ্রামের মুসা মিয়ার ইটখোলায় হানা দেয়।
এসময় তারা তিন রাউন্ড গুলিবর্ষণ করে। এতে পাবনার ঈশ্বরদীর শাহপুর গ্রামের মৃত মালেক মৃধার ছেলে সুজন মৃধা গুলিবদ্ধি হয়ে ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় গুলিবদ্ধি হয়ে গুরুতর আহত হন আব্দুল লতিফ। এছাড়া চাঁদাবাজরা ইটখোলায় ঢুকে রবিউল ইসলাম, রাজ্জাক, রবিউল হক ও গোলাপ আলীকে পিটিয়ে আহত করে।
ওসি আরো জানান, একদল চাঁদাবাজ দীর্ঘদিন থেকে আলমডাঙ্গা থানাপাড়ার মুসা মিয়ার কুমারী গ্রামের এম আর ব্রিক্সে মোট অংকের চাঁদার দাবি করে শ্রমিকদের ভাটা বন্ধ রাখার কথা বলে যায়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।