তোমায় গান শোনাবো,তাইতো আমায় জাগিয়ে রাখো... ওগো ঘুমভাঙানিয়া,ওগো দুখজাগানিয়া ...
মানুষের সবচেয়ে বড় সঙ্গী বোধ হয় একজন মানুষ নিজেই । হোক সেটা মহাশুন্যতায় কিংবা মহাপূর্ণতায় । সুখে-দুখে,সহায়ে-অসহায়ে নিজের সাথে গল্প করতে পারটাই হল সফলতা । চরম হতাশার মাঝে একাকিত্বে বিহ্বল না হয়ে নিজেকে “অটো সাজেশান” দিয়ে টিকিয়ে রাখাটা সবার দ্বারা সম্ভব হয় না । কিন্তু অসম্ভব নয় মোটেও ।
যারা এই অসম্ভবকে সম্ভব করে তাঁরাই বাঁচে,আর আমরা যারা নিয়তিকে মেনে নিয়ে বাচার চেষ্টা না করেও বেঁচে থাকি তাঁরাই মূলত মরি,বেঁচেই মরি ।
গ্র্যাভিটি শুধু একটা মহাশূন্যের ছবিই নয়,একটা বেঁচে থাকার গল্প,মহাশূন্যতা থেকে মহাপূর্ণতায় ফিরে আসার গল্প । জীবনের শেষকে খুব কাছে,খুব নিবিড়ভাবে দেখেও শেষকে শুরু দিয়ে জয় করার গল্প । হাতাশার জীবনখোলসকে ভেঙে প্রাপ্তির জীবনে পদার্পণ করার গল্প । একজন অসহায় নিঃসঙ্গ জীবনযাত্রীর জীবনকে অনুভব করার গল্প ।
মানুষের আশা মানুষের মতই সত্যি । খুব দৃঢ় আশা কখনোই বিফলে যায় না । কোন আশাই নিঃসঙ্গ নয় । কোথাও না কোথাও ভরসা আছে,থাকতেই হবে,খুঁজলে মিলবেই । আর আশা কেবল মানুষের জন্যই ।
খুব প্রতিকূল সময়ে মানুষ কিভাবে স্রেফ আশার জোরেই বাঁচে সেটাই গ্র্যাভিটির গল্প । সেটাই হওয়া উচিত প্রতিটি জীবনের গল্প । বিপদে শক্ত মানসিক স্থিরতা অনেক রাস্তা উন্মোচন করে দেয় । এটাই প্রকৃতির নিয়ম । ধৈর্য নিয়ে কেবল খুঁজতে হয় ।
প্রতিকূলতাকে জয় করার প্রত্যাশা যেখানে থাকে পরিপূর্ণ প্রাপ্তিও সেখানেই থাকে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।