আমাদের কথা খুঁজে নিন

   

দারুচিনির দারুণ গুণ

দারুচিনি একটি সুপরিচিত মসলা। এই মশলা যে কেবল রান্নার স্বাদ বাড়ায় তা নয়, এটি বিভিন্ন ব্যথার উপশমকারী উপাদানও বটে। বিভিন্ন ধরনের ব্যথায় দারুচিনির ব্যবহার বেশ উপকারী। সে বিষয়েই দেওয়া হলো কিছু তথ্য।

- বাতের ব্যথা কমাতে এক কাপ গরম পানিতে দু'চামচ মধু আর এক চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ১ সপ্তাহ নিয়মিত খেলে উপকার পাওয়া যায়।

- শরীরের কোনও হাড়ের জয়েন্টে ব্যথা হলে উষ্ণ পানির মধ্যে সমপরিমাণ মধু ও দারুচিনি গুঁড়ো মিশিয়ে পাতলা পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ মালিশ করে করে ব্যথার স্থানে লাগান। ব্যথায় আরাম পাবেন।

- মাড়ির ব্যথায় বা মাড়ি ফুলে গেলে দারুচিনির অ্যাসেনশিয়াল অয়েল লাগিয়ে দিন। ব্যথা কমে যাবে।

দীর্ঘস্থায়ী বাতের ব্যথায় দারুচিনি গুঁড়ো টনিকের মতো কাজ করে। প্রতিদিন পানি বা দুধের সঙ্গে মিশিয়ে আধা চা চামচ করে খেতে পারেন।

- অ্যাসিডিটি বা অন্য কোনও সাধারণ কারণে পাকস্থলীতে ব্যথা হলে গরম পানির সঙ্গে মধু ও তার অর্ধেক পরিমাণ দারুচিনি মিশিয়ে পান করুন। ব্যথা নিরাময় হবে।

- ঠাণ্ডার কারণে গলা ব্যথা হলে এক চা চামচ মধুর সঙ্গে চা চামচের চার ভাগের এক ভাগ দারুচিনি গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে সামান্য গরম করে পান করুন।

কয়েকবার খেলে গলা ব্যথা কমে যাবে।  

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।