দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার হে, লঘি্নতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার
লেখকরে কিছু বলার নাই শুধু বলতে চাই "নিজ হাতে গড়া মোড় কাচা ঘর খাসা"। আন্নের যদি অঅহংকারী গো (যেমন ভারত) ভাল্লাগে আন্নে ভারত চইলা যাইতে পারেন। আমার দেশ যদি ১ রানও করে তবে আমি গর্ব করে বলব "বাংলাদেশ ১টি রান করেছে এবং এটি আমার দেশ"। খেলায় হার জিৎ থাকবেই। ভারত/পাকিস্তান/শ্রীলঙ্কা যদি ৫০০০ রানও করে সেটা আমার দেশ নয় এতে আমি গর্ব করতে পারি না।
অহংকারের কথা কি বলছেন?
আপনি তাহলে খেলাই বুঝন না বা খেলার কৌশল সম্পন্ধে আপনার বিন্দুমাত্র জ্ঞান নেই। যে কোন খেলা শুরুর আগে একটা বাগ প্রতিদ্বন্তিতা হয়। এটাও খেলার একটা অংশ বটে অহংকার নয়। যেটা ভারত শ্রীলঙ্কার মতো বড় বড় দল যেমন করে ছোট ছোট দল যেমন আয়ারল্যান্ড স্কটল্যান্ড ও করে থাকে।
যেসব কমেন্টার লেখককে সাপোর্ট করছেন তাদেরকে বলি নিজেকে শোধরান।
এটা একটা কমেন্ট পোষ্টটা এইখানে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।