আমাদের কথা খুঁজে নিন

   

জেদ্দায় বাংলাদেশি আলেমদের নিয়ে সেমিনার

দেড় শতাধিক আলেম-উলামা অংশগ্রহণে সৌদি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ইসলামী এডুকেশন সেন্টারে বাংলাদেশি দায়ীদের (ধর্ম প্রচারক) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেদ্দার আল-হামরা এডুকেশন সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দাওয়া বিভাগ জেদ্দা অঞ্চলের প্রধান ডক্টর আহমেদ হামদা এবং বিশেষ অতিথি ছিলেন ওআইসিতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তা মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম ও চ্যানেল আই’র সাংবাদিক রুমী সাঈদ।

সেমনিারে আরও বক্তব্য রাখেন মো. মাসকুর রহমান, আবদুর নুর, মো. রফিকুল ইসলাম, আজমল হোসেন প্রমুখ।

আল-হামরা এডুকেশন সেন্টারের দায়ী মো. মাসকুর রহমান জানান, প্রতিবছরই সৌদি আরবে কর্মরত বাংলাদেশি দায়ীরা সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের অসংখ্য অন্য অমুসলিমদের ইসলামের ছায়াতলে আনতে সক্ষম হন। এ ধরনের সেমিনার দায়ীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।