আজ শুক্রবার দুপুরে মাশরুফা (১৩) নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিয়ে রুখে দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ড. চিত্রলেখা নাজনীন। সদর উপজেলা চেয়ারম্যান ড. চিত্রলেখা নাজনীন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
জানাগেছে, সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের উত্তরপাড়া পলশা গ্রামের আব্দুল মতিনের মেয়ে পলশা মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী মাশরুফার সাথে গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী গ্রামের জনৈক সেলিম রেজার (২৮) বিয়ে ঠিক হয়।
আজ সেলিম রেজা বরপক্ষ নিয়ে বিয়ে করতে আসলে বিষয়টি স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. চিত্রলেখা নাজনীনকে জানান। খবর পেয়ে তিনি সহকারী কমিশনার (ভূমি) শীলাব্রত কর্মকারকে দ্রুত ঘটনাস্থলে পাঠান। একপর্যায়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলামসহ শীলাব্রত কর্মকার বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌছালে পাত্রসহ বরপক্ষ বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
এসময় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পাওয়া মাশরুফাকে উপজেলা প্রশাসন নিরাপত্তা হেফাজতে রাখার উদ্যোগ নিলে স্থানীয় লোকজন মাশরুফার আর বিয়ে দেয়া হবে না বলে নিশ্চয়তা দেয়। প্রেক্ষিতে মেয়েটিকে স্থানীয় জিম্মায় রাখা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।