কুষ্টিয়া সদর উপজেলায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল জব্বার মণ্ডল (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হযেছেন আরো ৭ জন। আজ শনিবার সকাল সাতটার দিকে উপজেলার নাজিরপুরে এ ঘটনা ঘটে। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আব্দুল জব্বার নাজিরপুর গ্রামের খোকা মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, নাজিরপুর গ্রামের আজাহার মণ্ডলের সঙ্গে জমি নিয়ে জহুরুল ইসলামের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। সকালে আজাহার মণ্ডলের লোকজন বিরোধপূর্ণ জমিতে ধান লাগাচ্ছিলেন। এসময় জহুরুল ইসলামের ২০-২৫ লোক লাঠিসোটা নিয়ে জমিতে গিয়ে বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আজাহার পক্ষের আব্দুল জব্বারসহ ৮ জন আহত হন। এদের মধ্যে আব্দুল জব্বার মণ্ডললকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায় জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।