কুষ্টিয়া শহরের চরথানাপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩০টি বাড়ি সম্পূূর্ণরূপে ভস্মিভূত হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে একজন আহত হয়েছেন। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, বস্তির বাসিন্দা সাহাবুল ইসলামের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহুর্তের মধ্যে তা আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।