আমাদের কথা খুঁজে নিন

   

স্বাগত ২০১৩ বিদায় ২০১২ (সালতামামি-২০১২)

আমি নিতান্ত সাদমাটা মানুষ। বলারমত কোন পরিচায় নাই। নিরামিষ মানুষ । চলে গেলো বলে ২০১২ সাল। আর মাত্র কয়েক ঘন্টা।

তার পর বিশ্ববাসি বরন করে নেবে নতুন বছর ২০১৩ সাল। কেমন যাবে এ বছরটি? ২০১২ সালের মত? না আরো ভালো? না আরো খারপ? এটা কি সৌভাগ্যময় তের না অভিশপ্ত তের? মহান আল্লাহই ভালো জানেন। তবে আল্লাহর কাছে কায়মন বাক্যে প্রার্থনা এই যে, বছরটি যেন শান্তি বয়ে আনে। যেন না আনে ২০১২ সালের গ্লনিময় সময়গুলো। ২০১২ সালের সালতামামি- কি পেলাম কি হারালাম তার কিছু সংক্ষিপ্ত চিত্র- ১।

চলে গেলেনে এপার-ওপার বাংলার ২জন কিংবদন্তী জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ ও সুনীলগঙ্গৌপাধ্যায়। ২। চলে গেলেন উপমহাদেশের ৩ কিংবদন্তী সংগীতঙ্গ - ১) মেহেদী হাসান ২) রবিশংকর ৩) সোহরাব হোসেন ৩। চলে গেলেন নাট্য ব্যক্তিত্ব হুমায়ুন ফরীদি ৪। চলে গেলেন চিত্র নায়ক ও পরিচালক সুভাষ দত্ত ৫।

চলে গেলেন নীল আর্মেষ্টং ৬। হত্যাকান্ড: সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকান্ড ৭। বিশ্বজিৎ হত্যাকান্ড ৮। পাকিস্তানে প্রতিবাদি এক মেয়ে মালালাকে তালেবানদের গুলি। বিশ্ব ব্যাপী নিন্দা ৯।

ভারতে এক তরুনিকে গণধর্ষন পরে হাসপাতালে মৃত্য ও বিক্ষোভ ১০। মিশরে ইসলামী দল ব্রাদার হুড এর ক্ষমতা গ্রহন ১১। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ওবামা পূন নির্বাচিত। ১২। বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যের বছর।

টাইগারদের ওয়েস্টইন্ডীজ বদ। ১৩। ১২-১২-১২ তারিখে বিয়ে করলেন ১ নং অলরাউন্ডার সাকিব আল হাসান ১৪। দুর্নিতির বছর- ***. রেল আর যোগাযোগ মন্ত্রীর সিমাহিন দুর্নিতি টক অব দি ইয়ার **** বিশ্বে পদ্মা সেতু দৃর্নিতির কারনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট। *** হলমার্ক কেলেংকারী ১৫।

যুদ্ধাপরাধ বিচারকে বিতর্কিত করার মধ্য দিয়ে আন্তর্জাতিক টানাপোড়েন। **** কলংকিত বিচারক নিজামুল হকের স্কাইপি সংলাপ ও ট্রাইবুনালের গোপন সংবাদ প্রকাশ *** তুরস্ক থেকে প্রতিনিধ দলের ট্রাইবুলান পরিদর্শন ও প্রেসিডেন্টকে তুরুস্ক সরকারের পত্র *** ট্রাইবুনালে নতুন বিচারপতি নিযোগ *** ইরানের প্রেসিডেন্টের পত্র *** যুদ্ধাপরাধীদের বিচরের দাবি ও না করার দবিতে হরতাল ১৬। খুন ও গুমের বছর *** ইলিযাছ আলী গুম এর ঘটনা ছিল সারা বছরের আলোচনার বিষয় *** আসামী পক্ষের স্বাক্ষীকে গুম ১৭। প্রেসিডেন্ট কতৃর্ক খুনের আসমীদের মুক্তি ১৮। তাজিন গার্মেন্টস এ আগুন বহু শ্রমিক পুড়ে ছাই।

১৯। হজ্জে গেলেন চিত্র নায়ক শাকিব আর বোম্বের আমির খান ২০। ইশ্বর কনা আবিষ্কার আরো অনেক ঘটনা.. সবাইকে জানাই ২০১৩ সালের নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভাল থাকুন। নতুন বছরে ভালো কিছু পাব, ভাল ভাবে যাবে বছরটা এই প্রত্যাশা স্রষ্টার কাছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।