আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ করা হচ্ছে? স্বাগত! স্বাগত!!

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

টিভিতে খবর দেখছি। এই মাত্র একটি খবর শুনে মনে হলো ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ করার ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। যদি সত্যিই তা করা হয় সেটা হবে এই সরকারের অন্যতম ভাল কাজের একটি। আসুন ছাত্র/শিক্ষক রাজনীতিকে "না" বলি। ---- মন্তব্যের ঘরে এপর্যন্ত মতামত দিয়েছেন মোট ৪৪ জন ব্লগার। তাদের মন্তব্যের ভিত্তিতে একটি জরিপ চালিয়ে তার ফলাফল প্রকাশ করা হলো: ১) শিক্ষাঙ্গনের রাজনীতির বি-পক্ষে: ৩৪ জন মানুষ, মহা পাজি, আশরাফ রহমান, রিজভী, সাইমুম, (আ)..সামি, মিরাজ, পরোপকারী, অনেক ভেবে চিন্তে একজন, সোনার বাংলা, েব।তলভূত, নাজিরুল হক, শাহরীয়ার, সারওয়ারচৌধুরী, কায়েস মাহমুদ, মদন, অবকাশ, সোনাভান, আবূসামীহা, ফারহান দাউদ, এক পায়ে নুপূর, বৃষ্টি পড়ে, নতুন, মুক্তপাখী, পাশা, দলছুট, সাঈফ শেরিফ, শান্ত, ঢালী!, নুর৩ডিইডি , আবু সালেহ মুক্ত পাখি ও নোক্সেনডার। ২) শিক্ষাঙ্গনের রাজনীতির পক্ষে: ৬ জন নিন্দুক, প্রচেত্য, ফখরুদ্দীন, সূর্য, মোহাম্মদ আলী মাখন ও মন মণষা ৩) মাঝামাঝি অবস্থানে: ৪ জন চতুরভূজ, বন্ধনহীন, বসুরহাট ও ব্লগে নতুন এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে শিক্ষাঙ্গনে রাজনীতির বিপক্ষেই বেশী জনমত। ধন্যবাদ তাদেরকে যারা মতামত প্রদান করেছেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.