কোথায় গেলে বুদ্ধিজীবি'র লাইসেন্স পাওয়া যায়, সুশীল সমাজের বড় মেম্বার হওয়া যায়.।
ফেসবুকে সেলিব্রেটি'দের কত্ত মজা। হাবিজাবি যা লিখবে তাতেই হাজার হাজার লাইক,কমেন্টস, শেয়ার ।
সেইদিন দেখি, বাপ্পা'দা (বাপ্পা মজুমদার) স্ট্যাটাস দিসে ' . ' (শুধু ডট)... আর তাতেই লাইক পড়ছে ৭৮৪টি,কমেন্টস ২৬২টি। চিন্তা করুন ঐ " . " যদি আপনি লিখতেন কি হইত??
আবার এইদিকে সবাইকে অবাক করে দিয়ে আমাদের প্রাণপ্রিয় বেসবাবা সুমনভাই সেদিন স্ট্যাটাস দিয়ে বসলেন "baal"।
চিন্তা করা যাই 'বাল' লিখসে আর তাতেই লাইক ১২৩৯টা, কমেন্টস ৫৩৬ টা। মজার ব্যাপার হল এই পোস্ট টি ৭ জন আবার শেয়ার ও দিসে। কি দুনিয়া?? কিরে ভাই, 'বাল'ডাও নিজে লিখে দিতে পারোনা ? দেখা গেল ঐ শেয়ারকৃত পোস্ট গুলাতেও লাইক, কমেন্টসের হিড়িক্। সেলিব্রেটির পোস্ট বলে কথা।
আর আমরা স্ট্যাটাস দিলে scroll down করা হয়।
তারপর ও খুশি এই ভেবে ফেসবুক বাবা 'মার্ক জুকারবার্গ ভাই ' ভাগ্যিস dislike বাটন রাখে নাই। তাইলে আমরা যাইতাম কই???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।