আমাদের কথা খুঁজে নিন

   

পোশাককর্মীদের অবস্থা ‘ক্রীতদাসের’ মতো

বাংলাদেশে পোশাক কারখানাগুলোতে নিয়োজিত কর্মীদের অবস্থা ‘ক্রীতদাসের’ মতো বলে ক্ষোভ প্রকাশ করেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গত সপ্তাহে সাভারের রানা প্লাজা ধসে কয়েক শ পোশাককর্মীর প্রাণহানি ও আহত হওয়ার ঘটনার প্রেক্ষাপটে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। বার্তা সংস্থা রয়টার্স গতকাল বৃহস্পতিবার এ খবর জানায়।
দেশের পোশাক কারখানাগুলোর কাজের পরিবেশের নিন্দা জানিয়ে পোপ ফ্রান্সিস বলেন, পোশাককর্মীদের ন্যায্য মজুরি না দিয়ে কেবল মুনাফার দিকে (কারখানার মালিকদের) লাগামহীনভাবে দৌড়ানো ‘স্রষ্টাবিরুদ্ধ কাজ’। বুয়েনস এইরেসের সাবেক আর্চবিশপ ফ্রান্সিস গত ১৩ মার্চ পোপ নির্বাচিত হন।

নির্বাচিত হওয়ার পর শ্রমিকদের অধিকার প্রশ্নে তিনি এই প্রথম এত কড়া মন্তব্য করলেন।
ভ্যাটিকান বেতার থেকে বলা হয়, বুধবার ‘মে দিবসে’ পোপ ফ্রান্সিস তাঁর বাসভবনে উপস্থিত লোকদের উদ্দেশে এক অভিভাষণে বলেন, ‘(সাভারে) যে পোশাককর্মীরা নিহত হয়েছেন, মাসে তাঁদের ৩৮ ইউরো (৫০ ডলার) করে দেওয়া হতো। একেই বলে ক্রীতদাসের শ্রম। ’
পোপ বলেন, ‘শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভালো কর্মপরিবেশ না দিয়ে, কেবল প্রতিষ্ঠানের লাভ-লোকসান দেখা হচ্ছে। শুধু মুনাফা তুলে নেওয়া হচ্ছে।

এটা স্রষ্টার আদেশ পরিপন্থী। ’
আর্জেন্টিনার সাবেক কার্ডিনাল (খ্রিষ্টানদের প্রধান ধর্মযাজক) জর্জ বারগোগলিও (বর্তমানে পোপ ফ্রান্সিস) দুঃখ প্রকাশ করে বলেন, ‘এই পৃথিবীতে এখনো অনেক মানুষ ক্রীতদাসের মতো জীবনযাপন করছেন। স্রষ্টা আমাদের সৃষ্টির ও কাজের সক্ষমতা এবং মর্যাদার মতো সুন্দর গুণাবলি দিয়েছেন। এসব গুণাবলির বিরুদ্ধে বিশ্বে আজ এই দাসপ্রথা ব্যবহার করা হচ্ছে। ’
বিশ্বে আর কত মানুষ বর্তমান অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক নীতির বৈষম্যের শিকার হয়ে এমন দাসতুল্য জীবনযাপন করবেন, তা নিয়েও প্রশ্ন তোলেন পোপ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।