আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদের খেদানো মসীহ এখন রওশনের সচিব

মসীহ চার মাস আগে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত হওয়ার পর বহিষ্কৃত আরেক নেতা কাজী জাফর আহমদের নেতৃত্বে আলাদা জাতীয় পার্টির মহাসচিব হয়েছিলেন।

তবে ওই দলের মহাসচিবের দায়িত্ব থেকে তিনি দুদিন আগে পদত্যাগ করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কাজী জাফরের একান্ত সচিব গোলাম মোস্তফা।

মসীহ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আজ থেকে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। ”

কাজী জাফর ও মসীহ দুজনই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। ব্যবসায়িক অংশীদার মসীহকে গত ১ নভেম্বর বহিষ্কারের পর নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দ্বন্দ্বে কাজী জাফরও বহিষ্কৃত হন।

এরপর তারা আলাদা দল গঠন করেন।

মসীহর নতুন নিয়োগের বিষয়ে জানতে চাইলে এরশাদের রাজনৈতিক সচিব ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভরায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই খবরটি তিনি জানতেন না।

মসীহর বহিষ্কারাদেশ এখনো রয়েছে কি না কিংবা তা প্রত্যাহার করা হয়েছে কি না- সেই প্রশ্নের কোনো উত্তর মেলেনি জাতীয় পার্টির নেতাদের কাছে।  

জাতীয় পার্টিতে নেতৃত্ব নিয়ে চেয়ারম্যান এরশাদ এবং তার স্ত্রী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য রওশনের দ্বন্দ্বের খবরের মধ্যেই মসীহর নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি প্রকাশ পেল।

ইউনিয়ন ব্যাংকের শেয়ার নিয়ে মতবিরোধ দেখা দেয়ার পর মসীহকে বহিষ্কার করেন এরশাদ।

এই বিষয়টি আদালতেও গড়িয়েছে।

মসীহর অভিযোগ, ২০১৩ সালের ৭ মার্চ নিবন্ধন পাওয়া ওই ব্যাংকের ৬ শতাংশ শেয়ার এবং ৬ কোটি ৩৩ লাখ টাকার ক্যাশ প্রিমিয়াম তাকে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এরশাদ। কিন্তু পরে এরশাদ সেই চুক্তি ভেঙে ব্যাংক থেকে মসীহকে বিতাড়িত করেন।

‘বিতাড়িত’ হওয়ার কয়েকদিনে মাথায় ব্যাংকে পরিচালক পদ ও প্রিমিয়াম ক্যাশের টাকা ফেরত চেয়ে এরশাদকে উকিল নোটিস পাঠান মসীহ।




সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।