আমাদের কথা খুঁজে নিন

   

ড্রয়ের ‘ফাঁদে’ মোহামেডান

৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মোহামেডান। সমান ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে ব্রাদার্সের অবস্থান ষষ্ঠ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪৩ মিনিটে ফরোয়ার্ড তৌহিদুল সবুজের ক্রস থেকে স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির চমৎকার ভলি মোহামেডানকে এগিয়ে দেয় (১-০)।

৫১ মিনিটে মিডফিল্ডার ফয়সাল মাহমুদ বক্সে ঢুকে মোহামেডানের গোলরক্ষককে একা পেয়েও তার হাতে বল তুলে দিলে ব্রাদার্স সমতা ফেরাতে পারেনি।

৭৬ মিনিটে মোহামেডানের ডিফেন্ডার তপু বর্মণ ব্রাদার্সের নাইজেরীয় স্ট্রাইকার কেস্টার আখনকে বক্সের মধ্যে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন।

তা থেকে গোল করে সমতা নিয়ে আসেন ঘানার ডিফেন্ডার ইসা ইউসেফ (১-১)।

মোহামেডানের পর্তুগিজ কোচ রুই হোসে ক্যাপেলা বাতিস্তার দাবি, বিতর্কিত রেফারিং তাদের জিততে দেয়নি। খেলা শেষে তিনি বলেন, “রেফারিং খুব দুর্বল ছিল। আমাদের পয়েন্ট নষ্ট করার এটাই প্রধান কারণ। আমাদের বিপক্ষে দেয়া পেনাল্টির সিদ্ধান্তটি ছিল ভুল।



অন্যদিকে ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নাঈমউদ্দিন বলেন, “মোহামেডান আমাদের চেয়ে শক্তিশালী দল। তাদের সঙ্গে ড্র করতে পেরে আমি সন্তুষ্ট। ”
 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।