মঙ্গলবার কুর্মিটোলা গলফ কোর্সে পারের চেয়ে আট শট কম খেলেছেন সজীব। তিন রাউন্ড মিলিয়ে তিনি কম খেলেছেন ১৬ শট।
পারের চেয়ে মোট ১১ শট কম খেলে দ্বিতীয় অবস্থানে আছেন জামাল হোসেন মোল্লা। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে ৪ শট বেশি খেলে পিছিয়ে পড়েছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে মোট ছয় শট কম খেলে চতুর্থ স্থানে নেমে গেছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
বাংলাদেশের পেশাদার গলফার অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের শীর্ষ গলফাররা অংশ নিচ্ছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।