মঙ্গলবার রাজধানীর প্লাটিনাম স্যুইটসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।
গত ৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দেশের আকাশে পাখা মেলে নভোএয়ার। দেশের অভ্যন্তরে পাঁচটি গন্তব্যে নিয়মিত ফ্লাইট চালিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক ফ্লাইট শুরু করার বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং মন্ত্রণালয়ের ছাড়পত্র প্রয়োজন।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, “আমরা এখনো জানি না, অনুমতি পাব কি না।
তবে আমরা প্রস্তুত। আমি আশাবাদী, আগামী বছরের শুরুর দিকেই আমরা ফ্লাইট শুরু করতে পারব। ”
বেবিচকের নিয়ম অনুসারে, কোনো বিমান সংস্থা আন্তর্জাতিক ফ্লাইট শুরু করতে চাইলে তাকে দেশের আকাশে অন্তত এক বছর ফ্লাইট চালানোর বাধ্যবাধকতা রয়েছে।
অনুষ্ঠানে নভোএয়ারের ছয় মাস পূর্তিতে গ্রাহকদের জন্য ‘নভোএয়ার স্মাইলস’ নামে একটি বিশেষ প্রোগ্রামের ঘোষণা দেয়া হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফাইজ খান সংবাদ সম্মেলনে জানান, এ সুবিধা পেতে হলে গ্রাহকদের নভোএয়ারের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।
এরপর গ্রাহকের ভ্রমণের ওপর নির্ভর করে তাকে নির্দিষ্ট গন্তব্যে মূল্যহ্রাস, প্রাইয়োরিটি বুকিং, প্রিফার্ড সিট ইত্যাদি সুবিধা দেয়া হবে।
নভোএয়ারের দেয়া তথ্য অনুযায়ী, ৬ মাসে পাঁচটি গন্তব্যে তাদের শতকরা ৯৭ ভাগ ফ্লাইট সময় মতো ছেড়ে গেছে। এ সময়ে মোট ২ হাজার ১৬০টি ফ্লাইটে মোট ৭৭ হাজার যাত্রী পরিবহন করেছে প্রতিষ্ঠানটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।