আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগ গণজাগরণমঞ্চ কোন একক সেলেব্রেটির একক স্ট্যাটাসের অবদান নয় ।

তুমি আমি আমরা ......

গণজাগরণমঞ্চ কোন একক সেলেব্রেটির একক স্ট্যাটাসের অবদান নয় ।

৫ ই ২০১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য একটা ইতিহাস । ইতিহাসটা গর্ব করবার । একটি ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে একদম সাধারণ পোড়খাওয়া মানুষের রাস্তা দখলের ইতিহাস ।

অদ্ভুত বিষয় কি জানেন ? গতকয়েকদিন যাবৎ একটা সার্কাস দেখা যাচ্ছে ।

সার্কাসের নাম -- " আমি গণজাগরণের প্রবক্তা " টাইপ পোস্ট । বিভিন্ন আকারে ইঙ্গিতে বিভিন্ন সেলেব্রেটি বলতে চেষ্টা করছে - ' আরে মনা , শাহবাগ তো আমি সৃষ্টি করছিলাম । আমার একটা স্ট্যাটাস শাহবাগের জন্ম দিয়েছিল '
যারা এমন ধরনের ইঙ্গিত দিচ্ছে তাদের চিনে রাখুন । উনারা ইতর । কৌশলে ইতিহাস বিকৃত করে উনারা ফেমাস হবার ইতরামি করেন ।

ইতর চিনে রাখা মানসিকতা বিকাশের জন্য ভিটামিন স্বরূপ ।

একটি কথা সুস্পষ্ট ভাবে উল্লেখ্য করা দরকার - ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি জাস্ট কয়েক সেকেন্ডের আবেগ অনুভূতির বিস্ফোরণ নয় সঠিক ভাবে এনালাইসিস করতে চাইলে বলতে হবে ৫ ই ফেব্রয়ারির গণজমায়েতের বীজ রোপিত হয়েছিল সেই ১৯৭১ থেকে । দীর্ঘ ৪২ বছরে এই দেশের সাধারণ ( ভালমতো খেয়াল রাখবেন ) বাংলাদেশের সাধারণ মানুষের জমানো ক্ষোভ , অভিমান , সু তীব্র আকাঙ্ক্ষা এবং দাবীর ফলশ্রুতিতে শাহবাগের জন্ম । আমাদের পূর্ব পুরুষদের জমানো ক্ষোভ , অভিমান , দাবী আমাদের মতো কয়েক লক্ষ তরুণ তরুণীদের মাঝে প্রবাহিত হয়েছিল বলেই প্রজন্ম চত্বর , শাহবাগ কিংবা গণজাগরণ যে নামেই অভিহিত করুন তার জন্ম ।

যেই বালক মা'র কাছ থেকে বিশ টাকা নিয়ে শাহবাগগামি বাসে চড়েছিল শাহবাগ তার , সে কিশোরী তার রিক্সা ভাড়ার জমানো টাকা দিয়ে শাহবাগে ফুল কিনেছিল প্রজন্ম চত্বর তার ।

যে ফটোগ্রাফার গতবছরের ফেব্রুয়ারি জুড়ে শাহবাগের পথে পথে ছবি সংগ্রহ করে অনলাইনে ছড়িয়ে দিয়েছে শাহবাগ তার । শাহবাগ শ্লোগানরত লাকি আক্তারের যতটা ঠিক ততটা স্কুল ফাঁকি দিয়ে শাহবাগের রাস্তায় বসে থাকা সেই কিশোরীর । শাহবাগ ইমরান ইএচ সরকারের যতটা ঠিক ততটা লাল হরফে ' রাজাকার নিপাত যাক ' লিখা খালি গায়ের সেই যুবকের । শাহবাগ হাজার লাইক পাওয়া ফেসবুক সেলেব্রেটির যেমন ঠিক তেমন নাম না জানা সেই তরুনের যে পারসনাল চ্যাটে বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিল -- দোস্ত , কাল কিন্তু আমরা শাহবাগ যাচ্ছি । শাহবাগ দেশের বাইরে পড়তে যাওয়া ছোট প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো সেই শিক্ষার্থীর ।

শাহবাগ আলো হাতে জাগ্রত প্রতিটি রক্তকনার ।

গণজাগরণমঞ্চ রাজাকারহীন বাংলাদেশের । রাজাকারমুক্ত বাংলাদেশের স্বপ্ন সেদিন দেখেছিলাম আজও দেখছি । কালও দেখবো । কারণ বাংলাদেশ স্বপ্ন সত্যি করতে শিখে গেছে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.