আমাদের কথা খুঁজে নিন

   

ক্যামেরা ফ্ল্যাশের সমস্যা – সনি এক্সপেরিয়া জেড ১ কমপ্যাক্ট

সনি-এর সবচাইতে নতুন ডিভাইসটি হল সনি এক্সপেরিয়া জেড ১ কমপ্যাক্ট ?। শুরুতে ডিভাইসটি অনেক প্রশংসা পেলেও যতই দিন যাচ্ছে ততই সমস্যা দেখা যাচ্ছে। বর্তমানে সনি এক্সপেরিয়া জেড ১ কমপ্যাক্ট এর সবচাইতে বড় সমস্যা হল কম আলোতে ফ্ল্যাশ ব্যবহার করে ছবি তুললে কিছু ক্ষেত্রে ছবিগুলো খুব খারাপ দেখায়। Sony মোবাইল ফোরাম এবং Android-Hlife -এর ব্যবহারকারীদের ভাষ্যমতে, রাতে কিংবা স্বল্প আলোতে ফ্ল্যাশ দিয়ে ছবি তোলার সময় অধিকাংশ সময় ছবিগুলো নষ্ট হয়। ফ্ল্যাশ ব্যবহার করে ছবি তুললে ফ্ল্যাশের আলো ডিভাইসটির পেছনে প্রতিফলিত হয়ে ক্যামেরার লেন্সের ভেতর প্রবেশ করে এবং ধুয়ে যাওয়া ছবি তোলে যা খুবই বিব্রতকর।


সমস্যাটি বেশ অদ্ভুত, যা কালো এবং সাদা ডিভাইসগুলোর তুলনায় গোলাপী এবং চুন রঙের মডেলের ডিভাইসগুলোতে বেশি প্রকটভাবে দেখা যায়। আশা করছি এটা সনি একটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে কাজ করতে পারেন যাতে এই সমস্যাটির দ্রুত সমাধান হয়। কিন্তু ক্যামেরা সমস্যার সমাধান করাটা সনির জন্য বেশ কষ্টকর হবে বলে মনে করছি ।
পাথকদ্দের মাঝে কেউ যদি সনি এক্সপেরিয়া জেড ১ কমপ্যাক্ট নিয়ে একই সমস্যার সম্মুখিন হয়ে থাকেন তাহলে কোমেন্ট করে আমাদের জানান ।
আজকের মত এখানেই শেষ করছি ।

ভাল থাকবেন।
পোস্টটি আমার ড্রয়েডে থেকে সংগ্রহীত

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.