কমনওয়েলথ কেলেঙ্কারিতে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে আম আদমি পার্টি সরকার।
আজ বৃহস্পতিবার অ্যান্টি কোরাপশন ব্যুরো (এসিবি)-কে এই সংক্রান্ত যাবতীয় নথিপত্র পাঠিয়ে এফআইআর দায়েরের নির্দেশ দেয় আপ সরকার।
গত সোমবার শীলা দীক্ষিতের বিরুদ্ধে তদন্তের আর্জি জানিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি লেখেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ২০০৮ সালে দিল্লিতে একহাজার বেআইনি কলোনিকে তড়িঘড়ি স্বীকৃতি দিয়েছিল শীলা দীক্ষিতের সরকার।
ক্ষমতায় আসার আগে ওই দুর্নীতিসহ শীলার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের তদন্ত হবে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমআদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ক্ষমতায় আসার পর এ বিষয়ে খুব বেশি মাথা না ঘামানোয় বিজেপি এবং অন্য দলগুলোর বিরোধিতার মুখে পড়তে হয় কেজরিওয়াল সরকারকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।