বৃহস্পতিবার রাতে আমিরাত থেকে আসা একটি উড়োজাহাজে বিপুল পরিমাণ সোনা পাওয়া গেছে, তবে তা আনার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।
বিমান বন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাড়ে ৮টার সময় আসা ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে এই সোনার বার পাওয়া যায়।
তিনি বলেন, উড়োজাহাজের কয়েকটি সিটের নিচের কুশনের ভেতরে এই সোনার বারগুলো ছিল।
প্রাথমিক হিসেবে ৪২০টি সোনার বার উদ্ধারের কথা জানিয়ে মশিউর বলেন, এর ওজন ৪০ কেজিরে মতো।
চট্টগ্রামের এই বিমানবন্দরে বুধবার তিন ঘণ্টার ব্যবধানে পাঁচ বিমানযাত্রীর কাছ থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়েছিল।
মঙ্গলবারও দুই দফায় ছয় যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয় ১৪টি সোনার বার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।