আমাদের কথা খুঁজে নিন

   

স্মার্টওয়াচ দৌড়ে এইচটিসি

অনলাইন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মার্টওয়াচ আর পরিধানযোগ্য প্রযুক্তি পণ্য তৈরির খবর নিশ্চিত করেন ওয়াং। ব্লমবার্গকে ওয়াং বলেন, “আমরা স্মার্টওয়াচ আর অন্যান্য পরিধেয় প্রযুক্তি পণ্য নিয়ে ভাবছি অনেকদিন ধরেই। তবে সবার আগে আমাদের ব্যাটারি আর এলসিডির সমস্যার সমাধান করতে হবে।”
তবে বিস্তারিত কোনো তথ্য দেননি এইচটিসি চেয়ারম্যান।  এ বছরেই নতুন পরিধেয় প্রযুক্তি পণ্য বাজারে ছাড়ার কথা বললেও গোপনীয়তা বজায় রেখেছেন খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে। একই পন্থা অবলম্বন করেছেন এইচটিসি সিএফও চ্যাং চিয়ালিন।
২০১৩ সালের তুলনায় ২০১৪ সালটিকে এইচটিসি ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখছে বলে মন্তব্য করেছেন তিনি।
স্মার্টওয়াচ আর পরিধেয় প্রযুক্তিপণ্য দিয়েই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে চাইছে এইচটিসি। জানুয়ারি মাসে প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী ২০১৩ সালের শেষ তিন মাসে এইচটিসির নেট আয় ছিল ১ কোটি ডলার, ২০১২ সালের শেষ তিন মাসে যার পরিমাণ ছিল ৩.৪ কোটি ডলার।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.