ফ্র্যাংকফুর্ট অটো শোতে প্রথমবারের মতো স্মার্টওয়াচটি দেখাবে নিসান। মূলত নিশানের তৈরি সুপারকার এবং রেসিং গাড়ির ড্রাইভারদের জন্যই স্মার্টওয়াচটি বানিয়েছে জাপানি এই নির্মাতা। এ কারণে অন্য স্মার্টওয়াচের সঙ্গে নিসমো স্মার্টওয়াচের পার্থক্য রয়েছে অনেকখানি।
স্মার্টফোন অ্যাপকে ব্লুটুথ স্মার্ট ডিভাইসের মতো ব্যবহার করে গাড়ির সঙ্গে সংযোগ স্থাপন করবে নিসমো স্মার্টওয়াচটি। এরপর ট্র্যাকে রেসিংকারের টেলেমেটিক এবং পারফরমেন্স ডেটা সংগ্রহ করবে এটি। গাড়ির কার্যক্ষমতা, গতি ও জ্বালানি খরচের মতো তথ্য জানা যাবে নিসমো স্মার্টওয়াচ থেকে।
নিসান জানিয়েছে, সোশাল স্পিড সফটওয়্যার দিয়ে ফেইসবুক, টুইটার, পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রামের মতো সোশাল মিডিয়াগুলোতে ড্রাইভারের পারফরমেন্স সম্পর্কে জানান দিতে পারবে নিসমো স্মার্টওয়াচ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।