আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধ প্রত্যাহারে হেফাজতের প্রতি আহ্বান হানিফের

গণজাগরণবিরোধী এই সংগঠনটির কর্মসূচির দুদিন আগে বৃহস্পতিবার ঢাকায় ১৪ দলের এক জনসভায় বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
হানিফ বলেন, “আপনাদের দাবি নিয়ে আলোচনায় বসুন। অবরোধের কর্মসূচি দিয়ে জনদুর্ভোগ বাড়াবেন না। ”
খিলগাঁওয়ে জোড়াপুকুর মাঠে বিকালের এই জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী হেফাজতের সঙ্গে বিরোধী দলের সংশ্লিষ্টতার দিকে ইঙ্গিত করে বলেন, “হেফাজতকে দিয়ে প্রক্সি দিয়ে হোক আর সরাসরি হোক, আগামী নির্বাচনে আওয়ামী লীগ বা ১৪ দলকে ঠেকাতে পারবেন না। ”
“নিজে হরতাল দিয়ে ব্যর্থ হয়ে এখন হেফাজতকে মাঠে নামিয়েছেন।

কিন্তু এতেও তিনি ব্যর্থ হবেন,” সমাবেশে বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম আগামী সিটি করর্পোরেশন নির্বাচনে অংশ নিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
নির্বাচন নিয়ে সংলাপে বিরোধী দলকে কোনো শর্ত না দেয়ার আহ্বান জানিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “শর্ত দিয়ে কখনো আলোচনা হয় না। শর্ত দেয়া হয় আলোচনা বানচাল করার জন্য। ”
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আলমগীর চৌধুরী জনসভায় বক্তব্য রাখেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।