আমাদের কথা খুঁজে নিন

   

হোমসে আটকাপড়াদের সরাচ্ছে সিরিয়া

একইসঙ্গে শহরটিতে থেকে যাওয়া মানুষদের জন্য ত্রাণ সরবরাহ করতে দিতে সিরিয়া সরকার ও বিরোধী পক্ষ তিনদিনের যুদ্ধবিরতিতেও রাজি হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

শুক্রবার ১১ জন বেসামরিক নাগরিককে নিয়ে হোমস ছেড়েছে প্রথম বাস। আরব রেড ক্রিসেন্ট কর্মকর্তারাও তাদের সঙ্গে করে হোমস এর বাইরে একটি স্থানে যান। সেখানে অপেক্ষায় ছিল সরকারি সেনারা। ২শ’ মানুষ হোমস ছাড়তে পারে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।



হোমস এর ওল্ড সিটি থেকে এম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় আরেকজনকে। ওই এলাকাটিতে এক বছরেরও বেশি সময় ধরে ২ হাজার ৫শ’ মানুষ অবরুদ্ধ হয়ে আছে এবং তারা অনাহার ও অপুষ্টির শিকার হয়েছে বলে জানিয়েছেন অধিকার আন্দোলনকর্মীরা।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় হোমসে তিনদিনের যুদ্ধবিরতির কথা জানিয়ে বলেছে, “৫৫ বছরের কমবয়সী নারী-পুরুষ, শিশু এবং আহতরাও কোনো বাধা ছাড়াই যুদ্ধক্ষেত্র থেকে বের হয়ে যেতে পারবে”।

মন্ত্রণালয় আরো জানায়, সিরিয়া কর্তৃপক্ষ বলেছে, হোমস থেকে বের হয়ে যাওয়া মানুষদেরকে চিকিৎসা এবং আশ্রয় দেয়া হবে। আর ওল্ড হোমস এ যারা থেকে যেতে চাইবে তাদেরকে প্রয়োজনীয় মানবিক সহায়তা দেয়া হবে।

শনিবার এ ত্রাণ সহায়তা পৌঁছতে পারে।

হোমস এর ওল্ড সিটি বিদ্রোহী নিয়ন্ত্রিত এবং সরকারি বাহিনী শহরটি ঘিরে রেখেছে। এতে হোমসে ৩ হাজার বেসামরিক নাগরিক আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি বলেছে, ওল্ড সিটি থেকে ১৬ জন বের হয়ে গেছে বলে জানিয়েছেন হোমসের গভর্নর। এর আগে ১২ জনের একটি দল নিরাপদে শহর থেকে বেরিয়ে যায়।



ওদিকে, সিরিয়ার রাষ্টীয় টিভিতে বলা হয়ছে, “৩৫ জন বেসামরিক নাগরিককে সরানো হয়েছে। তাদের বেশির ভাগই শিশু ও প্রাপ্তবয়স্ক। বিদ্রোহীরা এদেরকে মানবঢাল হিসাবে ব্যবহার করছিল”।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।