আমাদের কথা খুঁজে নিন

   

হোমসে ফের যুদ্ধবিরতির আশা

সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়া সরকার এবং বিরোধীপক্ষের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরুর মাঝে হোমসে নতুন করে যুদ্ধবিরতি হওয়ার আশা জেগে উঠেছে।

জেনেভায় গত মাসে প্রথম দফা শান্তি আলোচনা পাকাপোক্ত কোনো চুক্তি ছাড়া এবং দু’পক্ষে পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে।

২০১১ সালে সিরিয়ায় আন্দোলন-সংঘর্ষ শুরুর পর থেকে ১ লাখের বেশি মানুষ মারা গেছে। সহিংসতায় ঘরছাড়া হয়েছে ৯৫ লাখ মানুষ। এতে করে সিরিয়ার ভেতরে এবং বাইরের প্রতিবেশী দেশগুলোতে মানবিক সঙ্কট সৃষ্টি হয়েছে।



রোববার যুদ্ধবিরতির শেষ দিনে অবরুদ্ধ হোমস শহর থেকে আটকাপড়াদের উদ্ধারকাজ এবং ত্রাণ তৎপরতা সম্পন্ন হয়েছে। মর্টারের গোলা হামলার মধ্যে এ ত্রাণ তৎপরতা চলে।

হামলার জন্য সিরিয়ার সরকার ও বিদ্রোহী পক্ষ একে অপরকে দোষারোপ করেছে। কয়েকজন নিহত হয়েছে বলেও জানিয়েছে আন্দোলনকর্মীরা।

হোমস এর গভর্নর এবং বিদ্রোহীপক্ষের কয়েকটি সূত্র যুদ্ধবিরতি আরো তিনদিন বাড়ানোর সুপারিশ করেছে।



ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ল্যরা ফ্যাবিউস সোমবার বলেছেন, হোমস এ মানবিক ত্রাণ প্রবেশ করতে দেয়ার জন্য ফ্রান্স ও অন্যান্য দেশ জাতিসংঘে একটি প্রস্তাবনা পেশ করবে।

ফরাসি বেতারে তিনি বলেন, “মানবিক দিকটিতে আরো জোরালো ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি আমরা। বিশেষ করে বিভিন্ন শহরে ওষুধ ও খাদ্য সরবরাহের দিকটিতে”।

রোববার সন্ধ্যায় হোমস এ যুদ্ধবিরতি শেষের পর রাতভর বিস্ফোরণ এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে সোমবার সকালের দিকে আবার পরিস্থিতি শান্ত হয়ে আসে বলে জানিয়েছেন সাংবাদিকরা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।