মন্তব্য নিষ্প্রয়োজন নাম শুনে নিশ্চয় অবাক হয়ে গেলেন। আরো অবাক হবেন যখন শুনবেন যে আপনি নিজেই তৈরি করতে পারবেন আপনার বা আপনার বন্ধুর গ্যাংনাম স্টাইল ভিডিও। ইউ টিউবে সর্বাধিক জনপ্রিয় এবং সর্বাধিক প্রদর্শিত এই ভিডয়টি সম্প্রতি ১ বিলিয়ন ভিউ এর মাইল ফলক পার করেছে। বলা যায় গ্যাংনাম জ্বরে ভুগছে সারা বিশ্ব। আপনারাই বা বাদ যাবেন কেন? ঘরে বসেই তৈরি করুন আপনার পছন্দের গ্যাংনাম স্টাইল ভিডিও।
আপনার নিজের বা কোন বন্ধুর কিংবা কোন সেলিব্রিটির ছবি দিয়ে। আপনার স্টাইলে গ্যানংনাম স্টাইল ভিডিও তৈরি করতে চাইলে নিচের ইন্সট্রাকশন গুলো ফলো করুন।
১) প্রথমে ভিজিট করুনঃ jibjab.com এই ওয়েবসাইটে। একটি স্লাইডার দেখতে পাবেন যার দ্বিতীয় স্লাইডটি লক্ষ করুন। এরকম দেখাবেঃ
২) স্লাইডের সবুজ বাটনটায় ক্লিক করুনঃ আর একটি উইনডো ওপেন হবে এরকম-
৩) 'মেক ইওর ওন' নামক লাল বাটনটায় ক্লিক করুন।
এরকম একটা উইনডো ওপেন হবে যেখানে ফটো আপলোড করার অপশন আছে। উইনডোটি দেখতে এরকমঃ
ফটো আপলোড করার আগে মাথার ছবি আলাদাভাবে কেটে নিতে হবে। যারা ফটোশপ জানে তাদের কাছে পানিভাত, যারা জানে না (আমার মত) তারা পেইন্ট ব্যবরহার করে মাথার লে আউট কেটে নিন। তারপরে শুধুমাত্র মাথার ছবিটাই আপলোড করুন।
৪) ফটো আপলোড করার পর যে উইনডোটি ওপেন হবে সেখানে দুটি অপশন থাকবে একটি জুম করার জন্য আর একটি রোটেট করার জন্য।
অপশনদুটো ব্যবহার করে মাথাটি ঠিকমত অ্যাডজাস্ট করে নিন। সবকিছু ঠিক থাকলে দেখতে এরকম দেখাবেঃ
এবার নেক্সট বাটনে ক্লিক করুন।
৫) নেক্সট বাটনে ক্লিক করার পরে আরো একটি উইনডো আসবে যেখানে আপনি আরো মডিফিকেশান করতে পারবেন। এপর্যন্ত সব ঠিক থাকলে দেখতে লাগবে এরকমঃ
৬) অতঃপর আবার নেকস্ট বাটনে চাপুন। এবার আরএকটি উইনডো আসবে যেখানে মুখের অংশ এডিট করার সুযোগ থাকবে।
ইন্সট্রাকশনগুলো ফলো করে মার্কার গুলো সঠিক জায়গায় বসান। দেখতে হবে এরকমঃ
৭) যথারীতি নেক্সট বাটনে চাপুন এবং ফাইনাল স্টেপে অগ্রসর হন। এখানে আপনি এতক্ষণ যে ছবিটা এডিট করেছেন তা ড্র্যাগ করে সাই (গ্যাংনাম স্টাইলের গায়ক) এর স্থলে টেনে আনুন এভাবেঃ
৮) এরপর প্রিভিউ এর মাধ্যমে আপনার এতক্ষণের কৃতকর্মের ফল দেখে নিতে পারেন। অতপর 'ডান' লিখা বাটনে ক্লিক করুন। -
৯) ব্যাস্ তৈরি হয়ে গেল আপনার পছন্দের গ্যাংনাম স্টাইল ভিডিও।
অতঃপর ই-কার্ডটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ফেসবুক অথবা ই-মেইলের মাধ্যমে।
১০)ফ্রী ভার্শনে আপনি ভিডিওটি সেভ করতে পারবেন না তবে আপনার ভিডিও লিংকটি সেভ হয়ে থাকবে। লিংকটি যেকোন যায়গায় শেয়ার করতে পারেন। আমার তৈরি করা ভিডিওটি দেখুন এই লিংক এ
** ভিডিয়টিতে টম ক্রুজ এর ছবি ব্যবহার করা হয়েছে। কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।