আমাদের কথা খুঁজে নিন

   

অকল্যান্ডে ডুবলো ভারত

ওয়ানডে সিরিজে ‘মিনি হোয়াইট ওয়াশের’ পর এবার টেস্টেও ডুবলো ভারত। জয়ের কাছাকাছি গিয়েও শেষ রক্ষা হলো না। ৪০ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হলো মহেন্দ্র সিং ধোনির দলকে। দুই ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ড এখন ১-০ ব্যবধানে এগিয়ে।

ভারতের সামনে জয়ের লক্ষ্য নির্ধারিত হয়েছিল ৪০৭ রান।

সেই লক্ষ্যে তারা এগিয়েও যাচ্ছিল। শিখর ধাওয়ানের সেঞ্চুরি আর বিরাট কোহলির ৬৭ রানের সুবাদে জয়ের সূর্যটা কাছেই দেখছিল ভারত। কিন্তু শেষ রক্ষা হলো না কিছুতেই।

মাঝে বড় ধরণের উইকেট বিপর্যয়ের মুখে পড়ে ধোনি বাহিনী। শেষদিকে ঝড়ো ব্যাট করে জয় তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন ধোনি ও রবীন্দ্র জাদেজা।

তাদের সেই প্রচেষ্টাও সফল হয়নি। ৪১ বলে ৩৯ রান করে ওয়াগনারের শিকার হয়েছেন ধোনি। আর ২১ বলে ২৬ রান করে সাজঘরে জায়গা হলো জাদেজার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।