আমাদের কথা খুঁজে নিন

   

স্বেচ্ছাচারীকে ধার্মিক সাজিয়ে দেখানো হ’লে …

করণিক: আখতার২৩৯

স্বেচ্ছাচারীকে ধার্মিক সাজিয়ে দেখানো হ’লে …
===============================
যেকোনো মানবসমাজে কোনো ধরণের নৃশংসতাকে ধর্মাচারের তালিকাভুক্ত করা হ’লে, ধর্ম বা ধর্মাচারীদের ক্ষতি বা লাভ কোনোটাই হয় না। তবে, তাতে সচেতনেরা ঝুঁকির মধ্যে পড়ে। স্বেচ্ছাচারীরাও নিজেদের কীর্তিকলাপকে ধর্মাচার হিসেবে চালানোর সুযোগ পেয়ে যায়। সচেতনদের মধ্যে যারা শিশুদের মতো অতিবোদ্ধা-অজ্ঞ এবং লোভী, তারাই বেশি ঝুঁকিতে পড়ে এজন্যেই যে, তারা অন্ধত্বকে ধর্ম, সন্ত্রাসীদের নৃশংস কর্মকাণ্ডকে ধর্মাচার এবং ঘৃণ্য পেশাজীবী ধর্মব্যবসায়ীদেরকে ধার্মিক ভেবে অসীম লাভের লোভ সামলাতে পারে না। নরাধমদেরকেই অনুসরণ করতে তারা উদ্বুদ্ধ বা উৎসাহিত হয়।

বিশৃঙ্খলাকারী বা সন্ত্রাসকর্মীরা যে কোনো ধর্মমতেই ধার্মিক নয়, এই সাধারণ জ্ঞানটুকু যখন তারা পায়, তাদের নিজেদের কর্মকাণ্ডেই নিজেদের সম্পূর্ণ ধ্বংসের তখন সামান্যই অবশিষ্ট থাকে।


গণকরণিক : আখতার২৩৯ রঙ্গপুর : ০৯/০২/২০১৪খ্রি:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.