আমাদের কথা খুঁজে নিন

   

তলস্তয়ের দৃষ্টিতে: শিক্ষিত-অশিক্ষিত'র পাথর্ক্য!

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

তলস্তয় তাঁর এক লেখায় বলেছেন: একজন শিক্ষিত মানুষের সাথে অশিক্ষিত মানুষের পার্থক্য ততটুকু যতটুকু একটা জীবের সাথে জড় পর্দাথের হয়। অতএব শিক্ষা সুযোগ নয়, এটা মানুষের অধিকার। আর শাসক শ্রেণি যখন সেই অধিকারকে ফেয়ারএন্ড লাভলি কিংবা লাইফবয় সাবানের মতো ক্রয় যোগ্য পণ্যে রূপান্তর করতে চায়, তখন আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠে বুর্জোয়া শাসক শ্রেণি আজ কতটা অসভ্য আর ইতর হয়ে গেছে। কিন্তু এইসব ইতরদের ইতরামি দেখতে দেখতে আমার কেমন যেন গাশোয়া ব্যাপার হয়ে গেছে। কিন্তু এরমধ্যে আরেকটা ইতর শ্রেণি জন্ম নিয়েছে, যাদের ইতরামি আর সহ্য করা যাচ্ছে না। এরা ইনিয়ে বিনিয়ে শিক্ষাকে বাণিজ্যিক করণের পক্ষে বলে, আবার নিরপেক্ষতার ভানও ধরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।