আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষ পূরণ



দিনে দিনে মাস পেরুলো
বছর হল পার,
তোমাদেরই ভালবাসা
অনুপ্রেরনার।
মন্দ-ভাল যা লিখেছি
নিয়েছ সাদরে,
অল্প দিনের মধ্যে আমায়
নিলে আপন করে।
দিয়েছি যা তিল পরিমান
পেয়েছি ঢের বেশি,
ব্লগ-বাড়ীতে তোমরা সুজন
ব্লগের প্রতিবেশী,
রোজ তোমাদের লেখা পড়ে
নতুন কিছু শিখি,
কল্পনা আর বাস্তবতায়
রঙ মিলিয়ে লিখি।
প্রথম আলো ব্লগ পরিবার
শুকরিয়া জানাই,
আসছে দিনেও এমনি করে
যেন পাশে পাই।।

(২৯/০১/২০১৪ইং)

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।