আমাদের কথা খুঁজে নিন

   

সিংড়ায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আজ বিকেলে বষয়টি নিশ্চিত করেন উপজেলা কমিটির নেতারা।দলীয় সূত্রে জানা গেছে, সমপ্রতি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম শফিক, ভাইস চেয়ারম্যান পদে আরিফুল ইসলাম, মহিলা ভাইস পদে মানসী ভট্টাচার্য্যকে প্রার্থী হিসেবে ঘোষণা করে অন্যদের মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও বিদ্রোহী প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ৯ ফেব্রুয়ারি সিংড়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় উপস্থিত নেতা-কর্মীদের মতামতে ভিত্তিতে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী জাহেদুল ইসলাম ভোলা ও মহিলা ভাইস পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরাকে প্রাথমিক সদস্য পদ ও দলের সকল পদ থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কারের সুপারিশ নাটোর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ জানান, দলীয় প্রার্থীর বাইরে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।এ বিষয়ে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সমপাদক জাহেদুল ইসলাম ভোলা জানান, এটা স্থানীয় নির্বাচন হওয়ায় বহিষ্কারে মাঠ পর্যায়ে কোনো প্রভাব পড়বে না। আর বিগত সিংড়া ইউপি নির্বাচনে যাদের বহিষ্কার করা হয়েছিল, নির্বাচনের পর তাদের আবারও দলে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।