আসসালামুআলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভাল আছেন। কিন্তু আমি ভাল নাই। আজকে আমি আপনাদের কাছে এমন একটা দু:খের পোস্ট নিয়ে এসেছি, সেটা হল আমাকে নিয়ে। তাহলে করা যাক আমার দু:খের কথা:
১) কিছু দিন আগে আমি একটা সাইটে Youtube এর মাধ্যমে কিভাবে Google Adsence Apply করা যায় তা দেখলাম।
২) তা দেখে আমি Youtube এর মাধ্যমে Google Adsence এ Apply করলাম।
যাক সবকিছু সাকসেস হল। এমনকি Message এর মাধ্যমে আমাকে বলেছে ১ সপ্তাহের মধ্যে আপনার Feedback Message আসবে। ঠিক আমি কয়েক দিন পরেই আমি Youtube এ চেক করলাম । দেখি আমার Google Adsence Apply করা Reject হয়ে গেল। আমার খুব মন খারাপ হল।
৩) এর একদিন পরে আবার অন্য ইমেইল এর মাধ্যমে Apply করলাম। হঠাত আমার মাথা একটা ঠাসকি খেল আমি দেখলাম ঐ টা same Reject Message আসছে।
এথন আমি কি করব?.............জানি না...........কিছু জানি........না........আমি কি পারব না................আমি কি Google Adsence পাবনা...............আমার খুবই মন খারাপ....................
Please Help me................... Please Help me...................Please Help me...................Please Help me...................
Please Help me...................Please Help me...................Please Help me...................Please Help me...................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।